শেখ আদনান ফাহাদ
আমাদের মন্ত্রী-এমপিরা যদি সপ্তাহে অন্তত একদিন সাধারণ মানুষের মতো পাবলিক বাস, মোটরসাইকেলে চড়ে অফিসে যাওয়া-আসা করতেন, তাহলে ঢাকা, সাভার, গাজীপুরের মানুষের কষ্ট সঠিকভাবে টের পেতেন। ধুলাবালি, ময়লা, মানুষের ঘাম, প্রচ- রোদ, জ্যাম, গন্ধ এগুলো ক্রমাগত দেখতে থাকলে নিশ্চয় অবস্থার পরিবর্তন আরও দ্রুত হতো। সাভারে আসতে-যেতে কী পচা গন্ধ, ধুলাবালি আমাদের সহ্য করতে হয় সেটি মনে হয় আমাদের মন্ত্রীরা জানেন না। মেট্রোরেল হবে, পদ্মা সেতু হবে ইনশাআল্লাহ। কিন্তু অন্যান্য সমস্যা সহজে দূর হবে বলে মনে হয় না। ময়লা ব্যবস্থাপনা নেই বললেই চলে। ঢাকার বর্জ্য সাভার, আশুলিয়াতে ফেলে দিয়ে আসলেই কী ময়লা ব্যবস্থাপনা হয়ে যায়? তাই সাধারণ মানুষের মতো আমাদের মন্ত্রী-এমপিরা সপ্তাহে অন্তত একদিন চলাফেরা করুন। সমস্যা কতো প্রকার ও কী কী, সেটি নিজের চোখে দেখলে, পচা গন্ধ নাকে লাগলেই কেবল সঠিক অনুধাবন হবে। ফেসবুক থেকে