বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় জার্মানি। দেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে এমন প্রত্যাশা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জার্মান দূতাবাসে দেশটির ইউনিটি ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান।
রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সরকারের দুর্দান্ত প্রচেষ্টা আমরা দেখেছি। আশা করি, ২০২৬ সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করবে বাংলাদেশ।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাজের প্রশংসা করে জার্মানরা তাদের প্রতি আস্থা রাখে। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জার্মানি।
রুডিগার লোটজ জানান, বাংলাদেশে ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার রয়েছে এটি বিশাল এক সম্ভাবনাময় গণতন্ত্র। তিনি আশা প্রকাশ করেন, সফল ও গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তিকে এশিয়া ও বিশ্বজুড়ে আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শেদ। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। উৎস: চ্যানেল২৪