রিয়াজ হোসেন ও মহসীন কবির : ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবশে বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল সভাপতি রাজিব আহসান । বুধবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সব দাবি মানা হলে ভোটে থাকবে ছাত্রদল। ছাত্রদল সভাপতি ভোটের তারিখ পিছিয়ে দিয়ে পুনরায় ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
এর আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ নয় বছর পর ঢাবির মধুর ক্যান্টিনে এসেছে বিএনপির ছাত্র সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল ১১ টার দিকে তারা মধুর ক্যান্টিনে জড়ো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সহ সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।