শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসন্তের প্রথম দিনটিকে প্রেমদিবসের স্বীকৃতি দেয়া উচিত : নির্মলেন্দু গুণ

আশিক রহমান : ফাল্গুন আমাদের ভালোবাসার ঋতু। ঋতুরাজ বসন্তে প্রকৃতির মধ্যে আমরা একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া পাই। শীতের প্রচণ্ড আক্রমণ থেকে মুক্ত হই। ঝড়, প্লাবন থেকেও মুক্ত থাকি। স্বস্তিতে ঋতুরাজ বসন্তকে উপভোগ করি। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথমদিন নিয়ে এভাবেই তার ভাবনা জানালেন কবি নির্মলেন্দু গুণ।

তিনি বলেন, আমাদের বসন্ত রোধনভরা, একই সঙ্গে বসন্ত আসে মধুরও মিলন ঘটাতে। বসন্তে আমাদের বিবাহের সংখ্যাও বেড়ে যায়। নারীরা রঙিন সাজে সজ্জিত হয় মাথায় বসন্তের ফুল, শাড়ি পরে ঘুরে বেড়ায়। বসন্তের সঙ্গে আমাদের জীবনের বসন্ত মিলেমিশে একাকার হয়ে যায়। আমি চির বসন্ত, আমার জীবন চির বসন্তের, চির বসন্তের দেশ আমি!

তিনি আরও বলেন, ঋতুরাজ ফাল্গুন আমাদের জন্য বিশেষ কিছু। বিশেষ এ কারণে যে, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে আমরা এই ফাল্গুনেই আন্দোলন-সংগ্রাম করেছি। ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবেও স্বীকৃতি লাভ করেছে আমাদের সবার প্রিয় ভাষা ‘বাংলা’।

নির্মলেন্দু গুণ বলেন, বসন্ত নিয়ে রবীন্দ্রনাথের প্রচুর গান রয়েছে। সেখানে বসন্তগুণম্গ্ধু কবি বসন্তের গুণগান গেয়েছেন। বরীন্দ্রনাথ তার ‘বসন্ত’ নাটকটি কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে বলেছিলেন যে, নজরুল হচ্ছেন বসন্তের প্রতীক। তিনি বন্দী ভারতের মানুষের কাছে বসন্তের বার্তা নিয়ে এসেছেন।

বসন্তের প্রথম দিনটিকে ‘প্রেমদিবস’-এর স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে নির্মলেন্দু গুণ বলেন, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয়, কিন্তু আমি তা পালন করি না। পহেলা ফাল্গুন, বসন্তের প্রথমদিনই হচ্ছে আমাদের ‘ভ্যালেন্টাইন ডে’। বসন্তের প্রথম দিনই হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের জন্য প্রেমদিবস। তাদের উচিত বসন্তের প্রথম দিনটিকেই প্রেমদিবস হিসেবে পালন করা। বসন্তের প্রথমদিনটিকে ‘প্রেমদিবস’ হিসেবে স্বীকৃতির জোর দাবিও জানিয়ে রাখলেন চির বসন্তের এই কবি। বসন্ত নিয়ে কবি লিখেছেন :

এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে

মনের ভেতর জুড়ে আরও এক মনের মর্মরে

পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময়

রাতের উল্লাসে কালো বিষ। এ না হলে বসন্ত কিসের?

গাছের জরায়ু ছিঁড়ে বেরিয়েছে অপিচ্ছিল বোধ,

ওর মুখে কুমারীর খুন, প্রসূতির প্রসন্ন প্রসূন।

কন্ঠ ভরে করি পান পরিপূর্ণ সে-পাত্র বিষের,

চাই পূর্ণ শিশিরে নির্ঘুম। এ না হলে বসন্ত কিসের?

(‘আমার বসন্ত’)

  • সর্বশেষ
  • জনপ্রিয়