শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন কেমো পল

স্পোর্টস ডেস্ক : সেন্ট লুসিয়াতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ইনজুরির কবলে পড়েছেন ক্যারিবিয়ান পেসার কেমো পল। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। উইন্ডিজ দলের পক্ষ থেকে বলা হয়েছে এই পেসার ডান পায়ের উরুর চোটে পড়েছেন।

এই চোট সেরে উঠতে তার ৬ সপ্তাহ বা এর অধিক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। চলতি টেস্টে তিনি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের বদলি হিসেবে খেলছিলেন। হোল্ডার স্লো-ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা ভোগ করছেন।

তৃতীয় দিনের চতুর্থ ওভারে ইনজুরিতে পড়েন পল। শ্যানন গ্যাব্রিয়েলের বলে জো ডেনলি একটি কভার ড্রাইভ করেন। সেই সময় বলের পেছনে ছুঁটতে ছুঁটতে সীমানার কাছে পড়ে যান তিনি।

এরপর তাকে মাঠের সীমানার বাইরে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। তিনি এরপর আর মাঠে ফিরতে পারেননি। তাঁর বদলি হিসেবে মাঠে ফিল্ডিং করেন জোমেল ওয়ারিকেন। তৃতীয় দিনে বল হাতে দারুণ ছিলেন কিমো।

নিজের প্রথম ডেলিভারিতেই সাজঘরে ফিরিয়েছিলেন ররি বার্নসকে। সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে নিয়েছিলেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়