শিরোনাম
◈ বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন ◈ কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে ◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন কেমো পল

স্পোর্টস ডেস্ক : সেন্ট লুসিয়াতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ইনজুরির কবলে পড়েছেন ক্যারিবিয়ান পেসার কেমো পল। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। উইন্ডিজ দলের পক্ষ থেকে বলা হয়েছে এই পেসার ডান পায়ের উরুর চোটে পড়েছেন।

এই চোট সেরে উঠতে তার ৬ সপ্তাহ বা এর অধিক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। চলতি টেস্টে তিনি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের বদলি হিসেবে খেলছিলেন। হোল্ডার স্লো-ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা ভোগ করছেন।

তৃতীয় দিনের চতুর্থ ওভারে ইনজুরিতে পড়েন পল। শ্যানন গ্যাব্রিয়েলের বলে জো ডেনলি একটি কভার ড্রাইভ করেন। সেই সময় বলের পেছনে ছুঁটতে ছুঁটতে সীমানার কাছে পড়ে যান তিনি।

এরপর তাকে মাঠের সীমানার বাইরে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। তিনি এরপর আর মাঠে ফিরতে পারেননি। তাঁর বদলি হিসেবে মাঠে ফিল্ডিং করেন জোমেল ওয়ারিকেন। তৃতীয় দিনে বল হাতে দারুণ ছিলেন কিমো।

নিজের প্রথম ডেলিভারিতেই সাজঘরে ফিরিয়েছিলেন ররি বার্নসকে। সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে নিয়েছিলেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়