শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন কেমো পল

স্পোর্টস ডেস্ক : সেন্ট লুসিয়াতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ইনজুরির কবলে পড়েছেন ক্যারিবিয়ান পেসার কেমো পল। এরপর তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। উইন্ডিজ দলের পক্ষ থেকে বলা হয়েছে এই পেসার ডান পায়ের উরুর চোটে পড়েছেন।

এই চোট সেরে উঠতে তার ৬ সপ্তাহ বা এর অধিক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। চলতি টেস্টে তিনি নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের বদলি হিসেবে খেলছিলেন। হোল্ডার স্লো-ওভার রেটের কারণে নিষেধাজ্ঞা ভোগ করছেন।

তৃতীয় দিনের চতুর্থ ওভারে ইনজুরিতে পড়েন পল। শ্যানন গ্যাব্রিয়েলের বলে জো ডেনলি একটি কভার ড্রাইভ করেন। সেই সময় বলের পেছনে ছুঁটতে ছুঁটতে সীমানার কাছে পড়ে যান তিনি।

এরপর তাকে মাঠের সীমানার বাইরে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায়। তিনি এরপর আর মাঠে ফিরতে পারেননি। তাঁর বদলি হিসেবে মাঠে ফিল্ডিং করেন জোমেল ওয়ারিকেন। তৃতীয় দিনে বল হাতে দারুণ ছিলেন কিমো।

নিজের প্রথম ডেলিভারিতেই সাজঘরে ফিরিয়েছিলেন ররি বার্নসকে। সেন্ট লুসিয়া টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ১১ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে নিয়েছিলেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়