জান্নাতুল ফেরদৌসী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৩ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
এবার নারী আসনে আওয়ামী লীগের ৪৩ জনের মধ্যে ৪১ জনই নতুন মুখ। পারিবারিক ঐতিহ্য, দলের জন্য ত্যাগসহ নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল থেকে খুঁজে খুঁজে বের করে এবং রাজপথের কর্মীদের বের করে যেমন নিয়ে এসেছেন, তেমনি শিল্পীদের মধ্য থেকে সুর্বণা মোস্তফাকে এবং আওয়ামী লীগের পরিবারের সন্তানদের ঠাঁই দিয়েছেন।