শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মেলনের আগেই স্নায়ু প্রতিযোগিতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

আহমেদ জাফর: দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরেই ২১তম জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফলে সম্মেলনের আগেই দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এক ধরণের স্নায়ু প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে করে বাড়ছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দূরত্ব। এ তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে নেতাদের মধ্যে সব সময়ই প্রতিযোগিতা থাকে। তাই গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের এখনও বাকি ৮ মাস থাকলেও ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোনো কোনো নেতাদের মধ্যে প্রতিযোগিতার প্রতিফলন যা চোখে পড়ার মতো। দলটির শীর্ষ এক নেতার প্রেস বিফ্রিংয়ে আগে দুই পাশের ৫-৬টি চেয়ারে বসার জন্য জায়গা হতো না। অথচ দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এমনটাই স্নায়ু প্রতিযোগিতা বেড়েছে ওই শীর্ষ নেতার আশপাশের চেয়ারগুলোয় বসার কোনো নেতা থাকে না। তবে এও জানা গেছে, দলটির সভাপতি শেখ হাসিনার কানে বিষয়টি পৌছালে তিনি কেন্দ্রীয় নেতাদের এমন প্রতিযোগিতা থেকে বিরত থাকারও নির্দেশনা দেন।

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানান, দলের নির্বাচন পরিচলনা কমিটির দায়িত্বে থাকা সদস্যদের ২১তম জাতীয় সম্মেলনে দলের গুরুত্বগূর্ণ পদে রাখতে পারেন দলটির সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে জাতীয় নির্বাচনে দলের যেসব হেভিওয়েট নেতারা মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন, তাদেরকে দলের গুরুত্বপূর্ন দায়িত্বে রেখে মূল্যয়ন করা হতে পারে। তাই দলের মধ্যে আগে থেকেই স্নায়ু প্রতিযোগিতা শুরু হয়েছে।

সূত্র আরও জানায়, আসন্ন ২১তম সম্মেলনেও থাকছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার চমক। দলটির পরবর্তী রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ নেতৃত্বসহ দিকনির্দেশনা বিষয়টিও উঠে আসবে সম্মেলনের মধ্য দিয়ে। ফলে এ নিয়ে কৌতুহল রয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে। এ কৌতুহলের জট খুলবে আগামী জাতীয় সম্মেলনে। এরমধ্যে রয়েছে দলের নেতৃত্বে বড় ধরণের পরিবর্তনসহ নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী কিছু পদ। এতে করে দলটির নেতৃত্বে আসতে পারে কিছু নতুন মুখ। সঙ্গত কারণেই পদপ্রত্যাশী সিনিয়র নেতাদের মধ্যে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা আর দুশ্চিন্তা। তাই কেন্দ্রীয় নেতারা কষছেন নানা হিসেব-নিকাশ।
এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান বলেন, এবার সম্মেলন আগামী অক্টোবরেই হতে পারে। দলের সভাপতি শেখ হাসিনা যা ভালো মনে করবেন, আমরা সেইটা মেনে নেবো। তবে ২০তম সম্মেলনের চেয়ে এবার আরও বড় আকাড়ে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়