শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকস্থলিতে করে ইয়াবা পাচার, আটক ৩

সুজন কৈরী : রাজধানীর ডেমরা এলাকা থেকে অভিনব কায়দায় পেটের ভিতরে করে আনা ১হাজার ৭১৬ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। এছাড়া রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে পাকস্থলীতে করে ইয়াবা পাচারের ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ।

সোমবার র‌্যাব-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে রোববার বিকেলে ডেমরার মাতুয়াইলের হাজী বাদশা মিয়া রোডের মাটি হিরো গার্ডেনের ৭ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মো. তাজুল ইসলাম সাগর (২৯) নামের একজনকে আটক করা হয়। তার শরীরে তল্লাশী করে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছে, সে বেকার জীবনযাপন করছে। গত ৮ ফেব্রুয়ারি ইয়াবা সরবরাহের জন্য কক্সবাজারে যায় এবং ৯ ফেব্রুয়ারি রাতে ইয়াবা নিয়ে ঢাকায় আসে। ২০ পিস ইয়াবা একত্রিত করে পলিথিন দিয়ে মোড়ানো কালো রংয়ের কসটেপ দিয়ে আটকানোর পর ছোট ছোট ৫৩টি টুকরো করে পাকা কলার মাধ্যমে গিলে পেটের ভিতরে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসে। তার কাছ থেকে এমন তথ্য পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এক্সরে করা হয়। পরে তাজুলের পেট থেকে ৫৩টি ছোট প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট থেকে ১হাজার ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাজুল ৩হাজার পিস ইয়াবা ৩লাখ টাকায় চুক্তি করে নগদ ১লাখ ২০হাজার টাকা পরিশোধ করে এবং অবশিষ্ট টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করবে বলে জানায়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

এদিকে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, রোববার রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা পাচারের ঘটনায় মো. মামুন (২৫) ও মো. মফিজুল ইসলাম (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। আটককৃতদের পায়ুপথ থেকে ২হাজার পিস ইয়াবা বের করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সাজার থেকে ইয়াবা ক্রয় করে বিশেষ কৌশলে পলিথিনে স্কচটেপ দিয়ে মুড়িয়ে ইয়াবা পাকস্থলীতে করে নিয়ে এসে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

এ ঘটনায় আটককদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদক আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়