শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন এলপিজি প্রকল্পের জন্য ৩৮০ কোটি টাকার ঋণ চুক্তি

শাহীন চৌধুরী: বেসরকারি প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা সিন্ডিকেট ঋণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে এ সিন্ডিকেট ঋণে যুক্ত হয়েছে অগ্রণী ব্যাংক, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স এবং সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)। দেশে এই প্রথমবারের মতো এলপিজি প্রকল্পের জন্য এ ধরনের বড় সিন্ডিকেট ঋণ দেওয়া হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এ প্রকল্পের প্ল্যান্টটি স্থাপিত হবে অনুষ্ঠানে জানানো হয়েছে।

রোববার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঋণ চুক্তি চুক্তি সই করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী বাংকের চেয়ারম্যান জায়েদ বখত, এমটিবির চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, জেএমআই গ্রুপের এমডি আবদুর রাজ্জাক, এমটিবির এমডি ও সিইও আনিস এ খান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, এনআরবি ব্যাংকের এমডি ও সিইও মেহমুদ হোসেন, সাবিনকোর এমডি কাজী শাইরুল হাসান, উত্তরা ফাইন্যান্সের এমডি ও সিইও এসএম শামসুল আরেফিন প্রমুখ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই এলপি গ্যাসের চাহিদা বুঝে বাজার বাড়ানোর পরিকল্পনা করি। আমরা এখন এর দাম নিয়ন্ত্রণের চিন্তা করছি। এজন্য একটি নীতিমালা করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী সব পরিচালিত হবে। তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। এখন সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি কীভাবে দেওয়া যায় সেই চেষ্টা করাই আমাদের প্রধার লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়