শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালাস পেলেও পাকিস্তান ছাড়তে পারছেন না আসিয়া বিবি

আব্দুর রাজ্জাক : ধর্ম অবমাননার মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেও দেশ ছাড়তে পারছেন না পাকিস্তানি খ্রিস্টান নারী আসিয়া বিবি। তবে তাকে রাজধানী ইসলামাবাদের একটি গোপন স্থান থেকে করাচির অন্য একটি গোপন স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে তার একজন বন্ধু জানিয়েছেন। আল-জাজিরা

আদালতের নির্দেশে খালাস পাওয়ার পরও তিনি গৃহবন্দি আছেন বলে অভিযোগ করেছেন ৫৪ বছর বয়সী আসিয়ার বন্ধু আমান উল্লাহ। আসিয়ার সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলে তিনি জানান। আসিয়া বিবি একটি রুমে আবদ্ধ আছেন, তাকে সর্বদাই প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাই বাইরে আসতে দেয়া হচ্ছে না বলে আমান জানান। তবে তাকে আটক রাখা হয়নি বলে দাবি প্রশাসনের।

প্রাণনাশের হুমকিতে হতাশ এবং চরমভাবে ভীত আসিয়া। তিনি এখন প্রহর গুনছেন যে, কখন এই গৃহবন্দিদশা থেকে মুক্তি পেয়ে পাকিস্তান ছাড়তে পারবেন। তবে তিনি জানেন না যে, ঠিক কবে নাগাদ দেশ ছাড়তে পারছেন। তিনি এও জানেন না যে, ঠিক কী কারণে তাকে দেশ ছাড়তে দেয়া হচ্ছে না। মুক্তি পেয়ে আসিয়া কানাডায় তার মেয়েদের কাছে যেতে চান বলে আমান জানিয়েছেন।

আমান উল্লাহ আসিয়া ও ইউরোপীয় কূটনৈতিকদের মধ্যে যোগাযোগকারী ছিলেন তাই তাকেও প্রাণনাশের হুমকি দেয়া হলে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়