শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে যুবককে শিকলে বেঁধে নির্যাতন

বরিশাল প্রতিনিধি: পাওনা টাকা আদায়ের জন্য সুমন হালদার (৩৭) নামের এক যুবককে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগে পাওনাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ কাংশি গ্রামে।

নির্যাতনের শিকার সুমন হালদার একই উপজেলার বড়াকোঠা গ্রামের শিশু কুমার হালদারের পুত্র ও গ্রেফতারকৃত শহিদুল ইসলাম দক্ষিণ কাংশি গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র। সুমনের স্বজনরা জানান, তিন বছর আগে বিদেশ যাওয়ার জন্য সুমন হালদারকে ৭৫ হাজার টাকা দিয়েছিল শহিদুল ইসলাম। পরবর্তীতে সমূদয় টাকা পরিশোধ করা সত্বেও সুদ বাবদ আরও ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে আসছিল শহিদুল ইসলাম। ওই টাকার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সুমন হালদারকে ইচলাদী এলাকা থেকে ধরে নিয়ে যায় শহিদুল। পরে তার বাড়িতে নিয়ে পায়ে শিকল দিয়ে খাটের পায়ার সাথে তালা মেরে নির্যাতন চালায় শহিদুল। সুমনের স্বজনরা শুক্রবার বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে অবহিত করেন।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, সুমনকে নির্যাতনের অভিযোগে তার স্ত্রী বিথী রানী হালদার থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল থেকে শিকল বাঁধা অস্থায় সুমনকে উদ্ধার করেছে। একইসাথে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়