শিরোনাম
◈ আবারও জেন-জি বিক্ষোভ, এবার দেশ ছেড়ে পালালো আরেক প্রেসিডেন্ট (ভিডিও) ◈ আমানত সুরক্ষা দ্বিগুণ, ফেরত সময় কমলো— ব্যাংক খাতে নতুন যুগের সূচনা? ◈ টাইফয়েড টিকার কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু ◈ সাত কলেজের বিশ্ববিদ্যালয় গঠন: অধ্যাদেশের কাজ ৮০ শতাংশ শেষ, আন্দোলন স্থগিত শিক্ষার্থীদের ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি ◈ দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ◈ ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে আনতেই হবে: ‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ◈ ক্ষুদ্র বাংলাদেশ আজ খাদ্য নিরাপত্তার উদাহরণ: রোমে বিশ্ব খাদ্য ফোরামে ইউনূস ◈ ট্রাম্পের বক্তব্যের সময় ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন ইসরাইলি এমপি, পার্লামেন্টে হট্টগোল (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ কোটি টাকায় অত্যাধুনিক অডিটোরিয়াম হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

সাত্তার আজাদ, সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নির্মিত হচ্ছে এক হাজার আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন আর সময়োপযোগী সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিরেত নির্মাণ হচ্ছে এই অডিটোরিয়াম।

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহার ডিজাইনে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই মিলনায়তনটি। নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মাণাধীন এই অডিটোরিয়ামে থাকবে সেন্ট্রাল ও অ্যাকুয়াস্টিক সাউন্ড সিস্টেম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গ্যালারিসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।

বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডেভেলপমেন্ট ও ওয়ার্কস এর পরিচালক প্রকৌশলী মো. সারফুদ্দিন জানান ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামের জন্য বরাদ্দ রয়েছে ২০ কোটি টাকা। অডিটোরিয়ামের একটি গ্যালারিতে নিচের দিকে ৭০০ জন এবং উপরের দিকে ৩০০ জনের বসার সুব্যবস্থা থাকবে। অডিটোরিয়ামের কাজ পুরোদমে চলছে বলেও তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক একটি অডিটোরিয়াম সময়ের দাবি ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার পর্যাপ্ত ব্যবস্থা করে দিচ্ছেন। এই অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষামূলক সভা সেমিনার থেকে শুরু করে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।’

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর এই নির্মানাধীন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়