শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ কোটি টাকায় অত্যাধুনিক অডিটোরিয়াম হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

সাত্তার আজাদ, সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নির্মিত হচ্ছে এক হাজার আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন আর সময়োপযোগী সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিরেত নির্মাণ হচ্ছে এই অডিটোরিয়াম।

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহার ডিজাইনে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই মিলনায়তনটি। নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মাণাধীন এই অডিটোরিয়ামে থাকবে সেন্ট্রাল ও অ্যাকুয়াস্টিক সাউন্ড সিস্টেম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গ্যালারিসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।

বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডেভেলপমেন্ট ও ওয়ার্কস এর পরিচালক প্রকৌশলী মো. সারফুদ্দিন জানান ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামের জন্য বরাদ্দ রয়েছে ২০ কোটি টাকা। অডিটোরিয়ামের একটি গ্যালারিতে নিচের দিকে ৭০০ জন এবং উপরের দিকে ৩০০ জনের বসার সুব্যবস্থা থাকবে। অডিটোরিয়ামের কাজ পুরোদমে চলছে বলেও তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক একটি অডিটোরিয়াম সময়ের দাবি ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার পর্যাপ্ত ব্যবস্থা করে দিচ্ছেন। এই অডিটোরিয়াম বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষামূলক সভা সেমিনার থেকে শুরু করে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।’

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর এই নির্মানাধীন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়