শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা শিবিরে জলবসন্তে আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার : পেনি মর্ডেন্ট

তরিকুল ইসলাম : যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী পেনি মর্ডেন্ট বলেছেন, এখন পর্যন্ত রোহিঙ্গা শিবিরে প্রায় চার হাজার মানুষ জলবসন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের অর্ধেকের বয়সই পাঁচ বছরে কম। জলবসন্ত যদিও খুব একটা ভয়ঙ্কর রোগ নয়, কিন্তু এ থেকে শুরু হতে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ। এছাড়া জলবসন্তের কারণে গর্ভবতী নারীদের ক্ষেত্রে দেখা দিতে পারে জটিলতা।

বুধবার যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা শিবিরে রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন সহযোগিতার কথা ঘোষণা করেছে। দেশটি জলবসন্ত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশকে এই সহায়তা করবে। কক্সবাজারের ১৬৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চলবে ‘আর্লি ওয়ার্নিং’ সিস্টেমের কার্যক্রম। এর মাধ্যমে প্রায় ১০ লাখ রোহিঙ্গা স্বাস্থ্যগত দিক থেকে সুরক্ষার নিশ্চয়তা পাবে।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কতা জারির এই ব্যবস্থা বাস্তবায়নের প্রকল্পে যুক্তরাজ্য সরকারের সংস্থা ডিএফআউডির খরচ হয়েছে ৯ লাখ ৫০ হাজার পাউন্ড। পেনি মর্ডেন্ট বলেন, এটা ত্রাণ সহায়তার অর্থ নয়, দুর্যোগ ঘটে যাওয়ার পর হাজির হতে হবে। আমরা প্রযুক্তি ও বুদ্ধিমত্তা ব্যবহার করে দুর্যোগ ঠেকানো ও সমস্যাগুলোর বড় হয়ে ওঠা বন্ধ করার চেষ্টা করছি। সেজন্য ইউকে এইড আগাম সতর্কতা জারির ব্যবস্থা চালু করেছে ভবিষ্যতের কথা বিবেচনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়