শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ৯ হাজার স্কুলে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব করা হয়েছে : পলক

কামরুল হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে সারাদেশে স্কুলে ৯ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি এবং ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরো ২৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করবো।

বুধবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী ‘টেক কার্নিভাল’র সমাপনি অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন তখন বাংলাদেশে ২ কোটি মোবাইল ব্যবহারকারী ও ৫৬ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করতো। কিন্তু মাত্র ১০ বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হয়েছে ৯.৬ কোটি, ১০ কোটি মোবাইল ফোন ব্যবহার, ১৫ কোটি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। এখন বিভাগ, জেলা ও উপজেলা ছাপিয়ে প্রায় ৪ হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টানেট ব্যবহার করছে এবং আমরা ২০২১ সালের মধ্যে সারাদেশে ৪.৫ হাজার ইউনিয়নে ইন্টারনেট পৌঁছে দেবো।

আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে সারাদেশে ৯ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিইটার ল্যাব স্থাপন করেছি। এবং ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরো ২৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করবো।
তিনি আরো বলেন, চুয়েট, ডুয়েট ও গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি আইটি ট্রেনিং ইকুয়েশন বিজনেস সেন্টার করেছি। সারাদেশে ২৮টি হাইটেক পার্ক করছি। এখন আমরা সেন্টার অব এক্সিলেন্ট অন ফ্রন্টিয়ার টেকনোলজি নামের এ বিশেষায়িত সেন্টার শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে না রেখে সারাদেশে স্কুল-কলেজ পর্যায়ে নিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আশরাফ, এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক (এমপি) সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়