শিরোনাম
◈ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের অফিসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হামলা, ভাঙচুর, বিক্ষোভ (ভিডিও) ◈ জাতিসংঘ সাধারণ পরিষদে একই দিনে বক্তব্য রাখবেন ইউনূস, মোদি ও শেহবাজ ◈ খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ ◈ ইনানীতে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত! ◈ স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে দোতলা থেকে গৃহবধূর লাফ ◈ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা দ্বিতীয় জয় ◈ এয়ার টিকিটে অস্বাভাবিক ভাড়া ও প্রতারণা রোধে শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ◈ এবার পর্যটকদের জন্য যে জরুরি সতর্কবার্তা দিলেন পর্যটন মন্ত্রণালয়ের ◈ সা‌কি‌বের অলরাউন্ড পারফরম্যান্সে অ্যান্টিগা ৭ উই‌কে‌টে জয় পে‌লো

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে চবিতে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষ, আহত ২

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতরা হলেন- ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও একই শিক্ষাবর্ষের রাজনীতি বিভাগের আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) ও ‘সিক্সটি নাইন’ দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে। মঙ্গলবার রাত ৭টায় নগরীর ষোলশহর রেলস্টেশনে এবং রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দু’দফা সংঘর্ষেও ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন জানান, এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকিাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার মঙ্গলবার রাত ৭টায় প্রথমে নগরীর ষোলশহর রেলস্টেশনে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সিএফসির কর্মীদের মারধর করেন। মারধরের খরব ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে শাহজালাল হলে এবং সিএফসি গ্রুপের অনুসারীরা আমানত হলে অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাত সাড়ে ৯টায় শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট ছোড়াছুড়ি শুরু হয়। তখনই ইটের আঘাতে দুইজন আহত হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আর যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, ক্যাম্পাসে প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিনর সিএফসি গ্রুপ এবং সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়