শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে চবিতে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষ, আহত ২

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতরা হলেন- ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও একই শিক্ষাবর্ষের রাজনীতি বিভাগের আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) ও ‘সিক্সটি নাইন’ দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে। মঙ্গলবার রাত ৭টায় নগরীর ষোলশহর রেলস্টেশনে এবং রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দু’দফা সংঘর্ষেও ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন জানান, এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকিাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার মঙ্গলবার রাত ৭টায় প্রথমে নগরীর ষোলশহর রেলস্টেশনে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সিএফসির কর্মীদের মারধর করেন। মারধরের খরব ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে শাহজালাল হলে এবং সিএফসি গ্রুপের অনুসারীরা আমানত হলে অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাত সাড়ে ৯টায় শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট ছোড়াছুড়ি শুরু হয়। তখনই ইটের আঘাতে দুইজন আহত হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আর যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, ক্যাম্পাসে প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিনর সিএফসি গ্রুপ এবং সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়