শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে চবিতে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষ, আহত ২

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২জন আহত হয়েছে বলে জানাগেছে। আহতরা হলেন- ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও একই শিক্ষাবর্ষের রাজনীতি বিভাগের আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) ও ‘সিক্সটি নাইন’ দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে। মঙ্গলবার রাত ৭টায় নগরীর ষোলশহর রেলস্টেশনে এবং রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দু’দফা সংঘর্ষেও ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন জানান, এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে শাটল ট্রেনের বগিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকিাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার মঙ্গলবার রাত ৭টায় প্রথমে নগরীর ষোলশহর রেলস্টেশনে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সিএফসির কর্মীদের মারধর করেন। মারধরের খরব ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে শাহজালাল হলে এবং সিএফসি গ্রুপের অনুসারীরা আমানত হলে অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাত সাড়ে ৯টায় শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট ছোড়াছুড়ি শুরু হয়। তখনই ইটের আঘাতে দুইজন আহত হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আর যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, ক্যাম্পাসে প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিনর সিএফসি গ্রুপ এবং সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাসিরের অনুসারী হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়