শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী তানিয়ার দেওয়া উপহারে বিস্মিত বাপ্পা মজুমদার

আবু সুফিয়ান রতন :  সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার’র জন্মদিন মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি)। এবারের জন্মদিনটা স্মরণীয় হয়েই থাকবে বাপ্পা’র জীবনে।

স্ত্রী তানিয়ার দেওয়া উপহারে বিস্মিত, অভিভূত এবং নিশ্চুপ আনন্দে আন্দোলিত বাপ্পা। হ্যা, জন্মদিনে বাপ্পাকে বেশ নাটকীয়ভাবে পিয়ানো উপহার দিয়েছেন তানিয়া।

অর্থাৎ সোমবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাপ্পাকে চমকে দিতে রহস্যজনকভাবে চোখ বেঁধে পাশে রুমে নিয়ে গেলেন তানিয়া। চোখের বাঁধন খুলে ঝলমলে পিয়ানো দেখে বিস্ময়ে নির্বাক হয়ে পড়েন বাপ্পা।

কারণ পিয়ানোর প্রতি বাপ্পার ভীষণ দুর্বলতা রয়েছে। আর স্বামীর এই দুর্বলতা সম্পর্কে অবগত ছিলেন স্ত্রী তানিয়া।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাংলানিউজ থেকে বাপ্পাকে ফোন দেওয়ার হয়। ফোনের ওপাশ থেকে তিনি বেশ ভালোলাগা এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

উচ্ছ্বসিত বাপ্পা বলেন, সবাই শুভেচ্ছা-অভিন্দন জানাচ্ছে। এটা অবশ্য বরাবরই হয়। তবে এবার বউয়ের অন্যরকম উপহার পেয়ে বাড়তি ভালোলাগা কাজ করছে। সবমিলিয়ে খুব ভালো সময় কাটছে। বিশেষ কোনো আয়োজন নেই। তবে পরিবার আর বন্ধুদের সঙ্গে আজকের বাকীটা সময় কাটাবো।

১৯৭২ সালের এই দিনে (৫ ফেব্রুয়ারি) বাপ্পা মজুমদার’র জন্ম। পারিবারিক আবহে তার সঙ্গীতশিল্পী হয়ে উঠা।

তার বাবা সঙ্গীতজ্ঞ ওস্তাদ বারীণ মজুমদার এবং মা কণ্ঠশিল্পী ইলা মজুমদার। বাবা-মা দুজনই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হওয়ায় তাকে বাড়ির বাইরে গান শিখতে হয়নি। অর্থাৎ বাপ্পার গানের হাতেখড়ি বাবা-মা’র হাত ধরেই।

বাপ্পা সঙ্গীত জীবন শুরু করেন গিটারবাদক হিসেবে। পরবর্তীতে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৯৫ সালে। তার প্রথম অ্যালবাম ‘তখন ভোর বেলা’। এরপর থেকে তিনি নিয়মিত গান এবং অ্যালবাম প্রকাশ করে আসছেন। তার কণ্ঠের বেশকিছু গান শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে। বর্তমানে তিনি ব্যান্ডদল ‘দলছুট’র ভোকালপ্রধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়