শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরিবদের ফ্রি চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা ইমরান খানের

আব্দুর রাজ্জাক : পাকিস্তানে প্রথমবারের মতো একটি উচ্চাকাঙ্খী সেবামূলক ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এখন থেকে পাকিস্তানের গরিবদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে বলে সোমবার তিনি জানিয়েছেন। ইয়ন

অর্থনৈতিক সংকটে থাকা বিশ্বের ৬ষ্ঠ জনবহুল দেশ পাকিস্তানে প্রায় ৮ কোটি মানুষ তথা দেড় কোটি পরিবার দারিদ্র সীমার নিচে বাস করে।

দেশটির এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসা সেবা দিতে প্রায় ৭ লাখ ২০ হাজার রুপির একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় থাকা নাগরিকরা পাকিস্তানের সরকারি ও ব্যক্তিমালিকানাধিন হাসপাতাল থেকে সুযোগটি গ্রহণ করতে পারবে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

ফ্রি চিকিৎসা সেবা নিতে পাকিস্তানের নাগরিকদের একটি কার্ড সংগ্রহ করতে হবে এবং আগামী ২ বছরের মধ্যে অন্তত এ কোটি ৫০ লাখ মানুষকে এই কার্ড প্রদান করা হবে। উপজাতীয় এলাকাসহ শুধু কেন্দ্র শাসিত প্রদেশ পাঞ্জাব, গিলগিট বাল্টিস্তান ও ইসলামাবাদের নাগরিকদেরই এই কার্ড প্রদান করা হবে এবং ইসলামাবাদের অন্তত ৮৫ হাজার পরিবার এই সুবিধা পাবে।

কার্ডধারীদের ফ্রি চিকিৎসা সেবাসহ তাদের চিকিৎসার জন্য প্রতিবার হাসপাতালে যাতায়াত বাবদ আরো ১ হাজার রুপি করে দেয়া হবে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আমির কিয়ানি জানিয়েছেন।

এঞ্জিওপ্ল্যাস্টি, ব্রেইন সার্জারি এবং ক্যান্সার চিকিৎসা সুবিধাযুক্ত মোট ১৫০ টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে যেগুলোতে কার্ডধারীরা ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়