শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরিবদের ফ্রি চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা ইমরান খানের

আব্দুর রাজ্জাক : পাকিস্তানে প্রথমবারের মতো একটি উচ্চাকাঙ্খী সেবামূলক ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এখন থেকে পাকিস্তানের গরিবদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে বলে সোমবার তিনি জানিয়েছেন। ইয়ন

অর্থনৈতিক সংকটে থাকা বিশ্বের ৬ষ্ঠ জনবহুল দেশ পাকিস্তানে প্রায় ৮ কোটি মানুষ তথা দেড় কোটি পরিবার দারিদ্র সীমার নিচে বাস করে।

দেশটির এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য ফ্রি চিকিৎসা সেবা দিতে প্রায় ৭ লাখ ২০ হাজার রুপির একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় থাকা নাগরিকরা পাকিস্তানের সরকারি ও ব্যক্তিমালিকানাধিন হাসপাতাল থেকে সুযোগটি গ্রহণ করতে পারবে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

ফ্রি চিকিৎসা সেবা নিতে পাকিস্তানের নাগরিকদের একটি কার্ড সংগ্রহ করতে হবে এবং আগামী ২ বছরের মধ্যে অন্তত এ কোটি ৫০ লাখ মানুষকে এই কার্ড প্রদান করা হবে। উপজাতীয় এলাকাসহ শুধু কেন্দ্র শাসিত প্রদেশ পাঞ্জাব, গিলগিট বাল্টিস্তান ও ইসলামাবাদের নাগরিকদেরই এই কার্ড প্রদান করা হবে এবং ইসলামাবাদের অন্তত ৮৫ হাজার পরিবার এই সুবিধা পাবে।

কার্ডধারীদের ফ্রি চিকিৎসা সেবাসহ তাদের চিকিৎসার জন্য প্রতিবার হাসপাতালে যাতায়াত বাবদ আরো ১ হাজার রুপি করে দেয়া হবে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আমির কিয়ানি জানিয়েছেন।

এঞ্জিওপ্ল্যাস্টি, ব্রেইন সার্জারি এবং ক্যান্সার চিকিৎসা সুবিধাযুক্ত মোট ১৫০ টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে যেগুলোতে কার্ডধারীরা ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়