মালিহা নেছা : ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৬ তম অ্যারোন্ডিসেমেণ্ট এলাকায় বহুতল ভবনে আগুন লেগে ৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় অন্তত ২ দমকলকর্মীসহ ৩০জন গুরুতর আহত হয়। ইয়ন
প্যারিসের গুরুত্বপূর্ণ এই শহরে অনেক বিদেশী দূতাবাস রয়েছে সেখানকার একটি ভবনের সপ্তম এবং অষ্টম তলায় আগুন লাগে।
দমকল বাহিনীর মূখপাত্র ক্যামেন্ট কঙ্গন এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যারা ছাদে আশ্রয় নিয়েছে তাদেরসহ আমরা অনেক মানুষকে উদ্ধার করেছি তবে এই অগ্নিকান্ডে মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।