শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

অনলাইন ডেস্ক : দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার ঢাকা থেকে কলকাতা হয়ে রাতে তিনি দিল্লি পৌঁছবেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত হয়েছে। খবর আনন্দ বাজার।

শুক্রবার দিল্লিতে বৈঠকে বসছেন দু’দেশের জয়েন্ট কনসাল্টেটিভ কমিশন (জেসিসি)-এর সদস্যরা। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকের সচিব ও ডিজি-দের একটি উচ্চ ক্ষমতার প্রতিনিধি দল নিয়ে দিল্লি যাচ্ছেন এ কে আব্দুল মোমেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে খবর— বিনিয়োগ, নিরাপত্তা বোঝাপড়া, যোগাযোগ, সীমান্ত সুরক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, বিদ্যুৎ সংযোগ, শিপিং ও মানুষে মানুষে যোগাযোগ বাড়ানো নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন। দু’দেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা চুক্তিও স্বাক্ষর হতে পারে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পরে সম্পর্ককে আরও নিবিড় করতে এগোচ্ছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সরকার। শুক্রবার জেসিসি-র বৈঠক শুরুর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সুষমা। বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যাহ্নভোজেও আপ্যায়ন করবেন ভারতের বিদেশমন্ত্রী।

তিন দিনের দিল্লি সফরে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন । এর আগে রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন নতুন ররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার সকালে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়