শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরো সক্রিয় হবে আসিয়ান, প্রধানমন্ত্রীকে জানালেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সালেহ্ বিপ্লব : সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল. পি. মারসুদিও গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ দেশে ফিরিয়ে নেয়ার কাজে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) আরো বেশি সম্পৃক্ত হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের শুরুতে রেতনো চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান। শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন তিনি।

সফররত মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নির্মীয়মান অবকাঠামো দেখতে আসিয়ানের দু’টি টিম মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমার থেকে অন্য সম্প্রদায়ের লোকজনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য চীন, ভারত ও জাপান মিয়ানমারের রাখাইন রাজ্যে বাড়ি-ঘর তৈরি করছে।

বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, ক্রীড়া এবং সেনাবাহিনী ও আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীসহ সকল ক্ষেত্রে দেশের নারীরা বর্তমানে খুবই উচ্চ পদে রয়েছেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো উপস্থিত ছিলেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে পৃথক বৈঠক করেন রেতনো এল. পি. মারসুদিও।
সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়