শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইমন সাদিক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী হতে প্রস্তুত

আবু সুফিয়ান রতন : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে আর কয়েক মাস বাকি। এরই মধ্যে নির্বাচনী সুর বেজে উঠেছে। নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা সমীকরন। নড়েচড়ে উঠেছেন বর্তমান ও সাবেক শিল্পী সমিতির নেতারা।

শোনা যাচ্ছে , শিল্পী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সুপার স্টার শাকিব খান এবার সভাপতি পদে নির্বাচন করবেন। একই পদে নির্বাচনী মাঠে রয়েছেন গেলো নির্বাচনের সভাপতি প্রার্থী ওমর সানী।

অন্য দিকে, অমিত হাসানের সাধারণ সম্পাদক কিম্বা সভাপতি পদে নির্বাচনের আওয়াজ রয়েছে। তবে সম্প্রতি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গত নির্বাচনে সর্বাধিক ভোটে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য নায়ক সাইমন সাদিক। তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

৩ ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে দেশ নিউজের সাথে আলাপকালে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাইমন সাদিক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আমি শিল্পী সমিতির বর্তমান কমিটিতে সর্বোচ্চ ভোটে নির্বাচিত নির্বাহী সদস্য। কমিটিতে থেকে আমার উপলব্ধি হয়েছে, আমাদের শিল্পী সমাজের জন্যে বড় পরিসরে কিছু করতে হলে নিজেকে দায়িত্বশীল পদে থাকতে হয়। মূলত আমার সমিতির ভাই বোনদের কল্যাণে বড় কিছু করার জন্যেই আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। শিল্পীদের যেন কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না পারে তা রুখতে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই। সেই সাথে তাদের সত্যিকার কল্যাণে কাজ করতে চাই।

আপনি কী মনে করেন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি সমিতির সাধারণ সদস্যদের সমর্থন বা সহযোগিতা পাবেন? এমন প্রশ্নের জবাবে সুদর্শন এই তারকা বলেন, অবশ্যই পাবো। ইতিমধ্যে আমি সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। তারা নতুন ও তরুণ নেতৃত্ব চান। শিল্পী সমিতির নেতৃত্ব পরিবর্তনে সাধারণ সদস্যরা ইতিমধ্যেই সংঘবদ্ধ হতে শুরু করেছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলে নিজের প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী কে হবেন - এই প্রশ্নের উত্তরে সাইমন সাদিক বলেন, বেশ কয়েকজনের সঙ্গে কথা চলছে। আমি আমার বড় ভাই সুপার স্টার শাকিব খানের সঙ্গেও কথা বলেছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত কার সঙ্গে প্যানেল হয়।

নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে সাইমন সাদিক তার কিছু ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, বড় ভাই ও বন্ধুতুল্য চিত্র প্রযোজক,পরিচালক,শিল্পী সাংবাদিক তথা চলচ্চিত্র কর্মীদের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়