শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

মাহফুজ নান্টু: চোরাকারবারী-মাদক,রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ও সীমান্তে পারস্পারিক সৌহাদ্য বজায় রাখতে আজ ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কুমিল্লায় পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে প্রাধন্য পায় সীমান্তে মাদক-চোরাকারবার বন্ধ,রোহিঙ্গা অনুপ্রবেশ ও সীমান্তে পারস্পারিক সর্ম্পক বজায় রাখা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ১০ বিজিবি এর অধীনস্থ শিবের বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ২১০০ এর নিকটস্থ জামপুর নামক স্থানে আজ বেলা ১১ থেকে ২ টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন কুমিল­া ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, পিবিজিএম এবং বিএসএফ এর নেতৃত্ব কমান্ড্যান্ট শ্রী গণেশ কুমার ও ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড শ্রী নিরাজ মনোহার।


পতাকা বৈঠকের আগে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী স্ব-স্ব দেশের পক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন। পতাকা বৈঠকে বিজিবি অধিনায়ক সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করার জন্য বিএসএফকে আমন্ত্রণ জানালে দু’দেশের ব্যাটালিয়ন কমান্ডার এ ব্যাপারে একমত পোষন করেন। এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান দমন এবং নারী ও শিশু পাচার রোধসহ সীমান্তে যে কোন ধরনের সমস্যা হলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে মত পোষন করেন। তাছাড়া বিজিবি-বিএসএফ সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার এর মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়