শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহহীন হবে না কেউ, সব ঘরে পৌছাবে বিদ্যুৎ : তৌফিক ই এলাহী চৌধুরী

স্বপ্না চক্রবর্তী : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে আর কেউ গৃহহীন থাকবে না। বস্তিবাসীদের জন্য তৈরি হবে ফ্ল্যাট। আর সেই সব ফ্ল্যাটের প্রত্যেকটিতে পৌছে যাবে বিদ্যুৎ সুবিধা। এখন আর বিদ্যুতের লাইন নেওয়ার জন্য কাউকে ছুটাছুটি করতে হবে না। বিদ্যুৎ নিজেই ছুটে যাবে সাধারণ মানুসের দোঁড়গোড়ায়।

সোমবার ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লি. এর পল্লবী বিক্রয় বিতরণ বিভাগের আওতাধীন বাউনিয়া বাঁধ এলাকায় বসবাসকারী নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজলভ্য বিদ্যুৎ সুবিধা প্রদানের লক্ষ্যে আয়োজিত ‘সেবা ক্যাম্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, সরকারের সেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি অংশ এই সেবা ক্যাম্প। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে মানুষকে আর সেবার জন্য দৌড়াতে হয় না। সেবাই মানুষের কাছে এসে গেছে।

ডেসকো বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।
এসময় ডেসকো কর্তৃপক্ষ জানায়, এই বাঁধ এলাকার ৭২৩টি পরিবারের মধ্যে ডিমান্ড নোটের বিপরীতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ১০ স্প্যান নতুন এইচটি লাইন নির্মাণের মাধ্যমে স্থাপনার নিকটবর্তী পোলে ট্রান্সফরমার/মিটার স্থাপনের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়