আশরাফ রাসেল : বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ পেসার রুবেল হোসেন। বিপিএলের এবারের আসরেও বল হাতে আলো ছড়াচ্ছেন এই পেসার। টুর্নামেন্টে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, ঢাকা ডায়নামাইটসের যে ম্যাচ গুলো বাকি আছে সেখানে নিজের পারফর্মেন্স ধরে রাখতে চান তিনি। দুই তিনটা ম্যাচ যেটাই আছে সেগুলো ঠিক মতো খেলতে হবে। বিপিএলে আমার বোলিং নিয়ে খুশি।
বিপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই পেস তারকার অবস্থান এখন ৭ নম্বরে। সব ঠিক থাকলেও ডেথ ওভারে বোলিংয়ে উন্নতির সুযোগ দেখছেন রুবেল। কারণ, এই জায়গায় বোলিং করা খুব গুরুত্বপূর্ণ। তাই ডেথ ওভারে বোলিংয়ে আরও সচেতন থাকতে চান তিনি।
আমার কাছে মনে হয় সব কিছুই ঠিক ঠাক আছে। ডেড বোলিংয়ে আমাকে আরও মনোযোগ ধরে রাখতে হবে। ওই সময়গুলো বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচের জন্য। ডেড বোলিংয়ে আমাকে আরও সচেতন হতে হবে।