অনলাইন ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারে এসেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। ২০১২ সালে থেকে জোলি ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন।
ক্যাম্পের গেটে দাঁড়িয়ে থাকা আবদুল মতলব নামে এক রোহিঙ্গা বলেন, বড় বড় লোক আসে-যায়, কিন্তু আমাদের কিছু হচ্ছে না।তারা রোহিঙ্গা স্বীকৃতি নিয়ে নিজ দেশে ফিরতে চান।
চার দিনের সফরে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আজ সকালে কক্সবাজার এসেছেন।এরপর দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চাকমারকুল ক্যাম্পে পৌছেন অভিনেত্রী।