শিরোনাম
◈ পল্লবী‌তে দোকানে ঢুকে থানা যুবদল নেতা কিব‌রিয়া‌কে গুলি করে হত্যা  ◈ যেই দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, জানালেন তাজুল ইসলাম (ভিডিও) ◈ গোপালগঞ্জে দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা আ. লীগ সভাপতির ◈ হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু ◈ হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’ ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরৎ দিবে ভারত? কী আছে চুক্তিতে ◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শকদের জন্যই ভালো কিছু করতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে বলা যায় ঢাকা ডাইনামাইটসের হোম গ্রাউন্ড। আর যে কারনে ঢাকা ডায়নামাইটস সবচেয়ে বেশিবার হোম অ্যাডভান্টেজ পায়। এবারও হোম এডভান্টেজ নিয়েই দলটি দেখেছে টানা পাঁচটি পরাজয়।

যদিও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি গত শনিবার খুলনা টাইটান্সকে হারিয়ে নিশ্চিত করেছে প্লে-অফ, ফিরেছে জয়ের ধারায়। এই ম্যাচে তো বটেই, এর আগে টানা যে পাঁচটি ম্যাচে ঢাকা একবারও জয়ের মুখ দেখেনি, তখনও দর্শকরা মাতিয়ে রেখেছিলেন গ্যালারি। আর তাই দর্শকদের এই ভালোবাসার বিনিময় বা প্রতিদান দিতে চান সাকিব আল হাসান।

খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারানো ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘দর্শকদের (উদ্দেশ্যে) আমাদের কিছু প্রতিদান দিতে হবে।’

শেষ চারের ‘নিয়মিত দল’ ঢাকা ডায়নামাইটস এবার আর একটু হলেই চিটকে পড়তো। এই ম্যাচে হারলে ঢাকার বদলে রাজশাহী কিংস উঠে যেত শেষ চারে। যদিও বল হাতে রবি বোপারা এবং ব্যাট হাতে সুনীল নারাইন, উপুল থারাঙ্গা কিংবা নুরুল হাসান সোহানের পারফরম্যান্স জয়ীর আসনেই রেখেছে ঢাকাকে। তবে এমন জয়ে শেষ চার নিশ্চিতের পর সাকিব যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

তিনি বলেন, ‘শেষ চারে কোয়ালিফাই করতে পেরে যেন বড় ধরনের পরিত্রাণ পেলাম। এখন থেকে আমাদের সামনে থাকা প্রতিটি ম্যাচই নক আউট গেম।’

আর সেই নক আউট গেমে সাকিব ধরে রাখতে চান জয়ের ছন্দ, যেমনটা ছিল আসরের শুরুর অংশে, ‘আশা করি এই ম্যাচ থেকে আমরা আবারও জয়ের ছন্দ ধরে রাখতে পারব।’

গত পাঁচটি ম্যাচে দলের হারের কারণ হিসেবে ব্যাটিং দায়ী ছিল, এমনটি উল্লেখ করে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক ও আইকন ক্রিকেটার আরও বলেন, ‘আমরা আগে থেকেই ভালো বল করছি। তবে কয়েক ম্যাচ ধরে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না। আজ ভালো হয়েছে, আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। ঢাকার হয়ে আরও কিছু জয় পাবো এই আশা রাখছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়