শিরোনাম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

এস এম সাব্বির: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীই এ নির্বাচনে প্রার্থী হতে চান। এদের মধ্যে কারো কারো দৌড়ঝাঁপ রয়েছে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দ্বার পর্যন্ত। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা জনসাধারণকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অনেকই আবার মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তিকে সমর্থন দিচ্ছেন। কেহ কেহ রচনা করছেন নব যৌবনের কবিতা। অনেকেই গাইছেন উন্নয়নের গান। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানাচ্ছেন কোন কোন প্রার্থী। জননেতা বনে যাওয়ার উদ্দেশ্যে গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় দিনরাত ঘুরে বেড়াচ্ছেন অনেক নেতা। সব মিলিয়ে সম্ভাব্য সকল প্রার্থীদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। আর তাতে নির্বাচনী উল্লাসে মেতেছে পুরো উপজেলা।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা কমল চন্দ্র সেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর, সাবেক পৌর মেয়র এইচ.এম. অহিদুল ইসলাম, বর্তমান ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাকচী, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার, অধ্যক্ষ বিমলেন্দু সরকার, অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, জাহাঙ্গীর হোসেন খান, তাপস হালদার, নিখিল চন্দ্র দত্ত, এ্যাড. দেলোয়ার হোসেন সরদার ও মনির চৌধুরী। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- হাজী আমিনুজ্জামান খান মিলন, অরুন মল্লিক, বাবুল হাজরা, আঃ খালেক হাওলাদার, রুহুল আমিন খান, নারায়ন চন্দ্র দাম, শামীম মোল্লা, মুন্সি আবু সুফিয়ান, মোঃ নাহিদ, হাজী রফিকুল ইসলাম রফিক, মৃনাল কান্তি বিশ্বাস ও মাসুদ রানা।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাফেজা বেগম, রেনুকা বিশ্বাস, গুলশান আরা রানী, লিমা আজিজ, মিসেস সাবিনা সারমিন, অঞ্জলী রায়, জেসমিন বেগম, সুনীতি কর্মকার, বেবী রহমান ও মিনা বাকচী। এদের মধ্যে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক, উপজেলা কৃষক লীগ নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, পীড়াবাড়ীর হাট কমিটির সভাপতি অরুন মল্লিক বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদ পুষ্ট হয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রেখে জনগণের সেবক হিসাবে তৃণমুলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারী কোটালীপাড়া আওয়ামী লীগের উদ্যোগে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির জানান- আমরা মনোনয়ন পত্র জমা নিয়েছি, পরবর্তী কার্যকরী ব্যবস্থার জন্য গোপালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে সমস্ত কাগজপত্র পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়