জাহিদুল হক চন্দন,মানিকগঞ্জ প্রতিনিধি: এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ে পুরাতন সিলেবাসে (বহুনির্বাচনী অভিক্ষা) নৈর্ব্যত্তিক পরীক্ষা দিল ৬শ’ পরীক্ষার্থী। পুরাতন সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র হওয়ায় ওই পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
দৌলতপুর উপজেলায় পিএস সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
বেশ কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, ৩০ নাম্বারের ওই পরীক্ষায় পুরাতন সিলেবাসে প্রশ্ন হওয়ার বিষয়টি কেন্দ্রের সচিব, হলসুপার ও শিক্ষকদের জানানো হলে তারা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে বলেন, যে প্রশ্ন পাওয়া গেছে ওই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে।
পরীক্ষার্থীরা বলেন, পুরাতন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হওয়ায় তাদের ওই কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের পরীক্ষাই খারাপ হয়েছে। শিক্ষকরা প্রশ্ন না দেখেই তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোট একটি কেন্দ্রে মোট তিনটি ভেন্যুতে প্রায় ২২০০ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পিএস সরকারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬০০ জন। পরীক্ষার পরপরই ওই কেন্দ্রের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে ওই কেন্দ্রের সচিব মিজানুর রহমান ও হলসুপার মজিবর রহমান উর্ধতন কর্তৃপক্ষের কথা বলে শিক্ষার্থীদের শান্ত করেন।
কেন্দ্র সবিচ মিজানুর রহমান বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষ এই প্রশ্নেই পরীক্ষার ফলাফল প্রদান করবে বলে জানিয়েছে।