শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৪ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুবলীর পড়াশোনার দায়িত্ব নিলেন বরগুনা জেলা প্রশাসক

বরগুনার মেধাবী ছাত্রী নূরে জান্নাত জুবলীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। ৩১ জানুয়ারি দুপুরে নিজ কক্ষে ডেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে বুয়েটের শিক্ষার্থী জুবলীর হাতে ল্যাপটপ তুলে দিয়ে তার শিক্ষার দায়িত্ব নেন জেলা প্রশাসক। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জানা যায়, বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের দর্জি জাহাঙ্গীর হোসেনের বড় মেয়ে নূরে জান্নাত জুবলী জিপিএ-৫ পেয়ে ২০১৬ সালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাসখানেক আগে দেখা করতে আসেন বরগুনা জেলা প্রশাসকের সঙ্গে।

জুবলীর মা মাকসুদা বেগম জানান, তার মেয়ে বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির টাকা ও ঢাকায় রেখে মেয়েকে পড়ানোর সামর্থ্য তাদের নেই। তাদের এহেন অবস্থা শুনে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, আপনার মেয়েকে বুয়েটে পড়ানোর দায়িত্ব আমার।

আনন্দের অশ্রু চোখে শিক্ষার্থী জুবলী বলেন, আমি বুঝেছিলাম আমার পড়াশোনা হবে না। জেলা প্রশাসক আমাকে যে সুযোগ দিয়েছেন সেটা আমি কখনো বৃথা হতে দেবো না।

বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, বাংলাদেশে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের যদি আমরা সাহায্য করতে পারি তাহলে দেশ উন্নতির স্বর্ণ চূড়ায় পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, জুবলীকে আমার নিজস্ব মোবাইল নম্বর দিয়েছি। যেকোনো প্রয়োজনে যেন সহজেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়