শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৪ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুবলীর পড়াশোনার দায়িত্ব নিলেন বরগুনা জেলা প্রশাসক

বরগুনার মেধাবী ছাত্রী নূরে জান্নাত জুবলীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। ৩১ জানুয়ারি দুপুরে নিজ কক্ষে ডেকে শিক্ষা সহায়তার অংশ হিসেবে বুয়েটের শিক্ষার্থী জুবলীর হাতে ল্যাপটপ তুলে দিয়ে তার শিক্ষার দায়িত্ব নেন জেলা প্রশাসক। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জানা যায়, বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের দর্জি জাহাঙ্গীর হোসেনের বড় মেয়ে নূরে জান্নাত জুবলী জিপিএ-৫ পেয়ে ২০১৬ সালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাসখানেক আগে দেখা করতে আসেন বরগুনা জেলা প্রশাসকের সঙ্গে।

জুবলীর মা মাকসুদা বেগম জানান, তার মেয়ে বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির টাকা ও ঢাকায় রেখে মেয়েকে পড়ানোর সামর্থ্য তাদের নেই। তাদের এহেন অবস্থা শুনে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, আপনার মেয়েকে বুয়েটে পড়ানোর দায়িত্ব আমার।

আনন্দের অশ্রু চোখে শিক্ষার্থী জুবলী বলেন, আমি বুঝেছিলাম আমার পড়াশোনা হবে না। জেলা প্রশাসক আমাকে যে সুযোগ দিয়েছেন সেটা আমি কখনো বৃথা হতে দেবো না।

বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, বাংলাদেশে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী রয়েছে। তাদের যদি আমরা সাহায্য করতে পারি তাহলে দেশ উন্নতির স্বর্ণ চূড়ায় পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, জুবলীকে আমার নিজস্ব মোবাইল নম্বর দিয়েছি। যেকোনো প্রয়োজনে যেন সহজেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়