শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহাদাত হোসেন সেলিম বললেন, আমার নির্বাচনী এলাকার যে কোনো একটি কেন্দ্রে সুষ্ঠু ভোট দিয়ে দেখুন, হারলে বংশপরম্পরায় গোলামী করবো

মারুফুল আলম : এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, আমার নির্বাচনী আসনে ৮৫টি কেন্দ্র আছে। যে কোনো একটি কেন্দ্রে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। আমার সমপরিমান ভোট যদি আমার প্রতিপক্ষ পায় আমি বংশপরম্পরায় গোলামী করবো। শুক্রবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক ড. মোহাম্মদ আজম খানকে তিনি এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

ড. আজম খান মামলা করার পরামর্শ দিলে শাহাদাত হোসেন জবাবে বলেন, আপনার পরামর্শ মতো নির্বাচনী আইন অনুযায়ী যদি মামলা করি এবং আদালত যদি বলেন যে, নির্বাচন সঠিক হয়েছে, তাহলে আমার কিছু বলার থাকে না। বললে আমাকে বলা হবে আদালত মানি না। সুতরাং আমি মামলায় যাবো না। বিচার আল্লাহ করবেন।

তিনি বলেন, একটি কেন্দ্রে শুন্য ভোট, আরেকটি কেন্দ্রে ২৮শ’ ভোট, এটিকে আপনি আইনগত বাস্তবতা বলতে পারেন। কিন্তু রাজনৈতিক বাস্তবতা সেটি নয়। আগের নির্বাচনের সবগুলো রেজাল্ট সামনে আনলে বিষয়টি পরিষ্কার হবে। শাহাদাত হোসেন বলেন, আমার নির্বাচনী আসনে নৌকা এবং ধানের শীষের ভোটারদের মধ্যে ব্যাপক ব্যবধান ১৯৭৯ সাল থেকেই ছিলো। ১৯৭৯ সাল থেকে সকল নির্বাচনে আওয়ামী লীগ ও অন্য দলগুলোর নির্বাচনী ফলাফল তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচনে ঐক্যফ্রন্ট প্রার্থী হয়ে আমি মাত্র ৩ হাজার ৮৯২ ভোট পেয়েছি। ৮৫টি কেন্দ্রের মধ্যে শূণ্য ভোট পেয়েছি ২০টি কেন্দ্রে। সে জায়গায় নৌকা প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৪৩৮।

শাহাদাত হোসেন আরো বলেন, সরকার গঠন হয়ে গেছে এবং এ সরকার কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে এই কারণে, বর্তমানে গুলি করে মানুষ মারলেও কোনো জবাবদিহিতা নেই। কাউকে গুলি করে মারার পর যদি বলা হয়, সে ধর্ষণ মামলার আসামী, তাহলে কেউ জবাব দেবে না, স্বাক্ষীও দেবে না।  তবে এখনো গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে মনে করেন এলডিপির এই নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়