শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. কামরুল হাসান বললেন, দুর্নীতির কারণে খারাপ যন্ত্রপাতি ক্রয় এবং অব্যবস্থাপনা হচ্ছে, এর প্রভাব পড়ছে সাধারণ রোগীদের ওপরে

জুুয়েল খান : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য ডা. কামরুল হাসান খান বলেছেন, আওয়ামী লীগ সরকার নতুন করে ক্ষমতায় আসার পরে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেই উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি  বলেন, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য খাতের সামান্য একজন হিসাবরক্ষক টাকার পাহাড় গড়েছে, কিন্তু সেই কর্মচারীর স্বাক্ষরে কোনো ফাইল পাস হয় না, তাহলে তার পেছনে কার স্বাক্ষর আছে সেটা খুঁজে বের করতে হবে। দুর্নীতি আসলে একটা সিন্ডিকেটের মাধ্যমে হয়, এখন সেই সিন্ডিকেটটাকে খুঁজে বের করতে হবে। দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা সময় সমালোচনা হয়ে থাকে আর সেই সমালোচনার জন্য দায়ী করা হয় চিকিৎসকদের। আসলে এই সমস্যার জন্য শুধু ডাক্তাররাই দায়ী নয়, স্বাস্থ্য প্রশাসনেরও অনেকটা দায়িত্ব আছে। তিনি জানান, দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে খারাপ যন্ত্রপাতি কেনা হয়। যন্ত্রপাতির ত্রুটির কারণে ডাক্তাররা ভালো চিকিৎসাসেবা প্রদান করতে পারেন না আর এর দায়ভার আসে ডাক্তারদের ওপরে। একইসাথে চিকিৎসা ক্ষেত্রে খারাপ ব্যবস্থাপনাও এই খাতের সমস্যা সৃষ্টির কারণ।

আমরা চাই সার্বিকভাবে তদন্ত করে সকল দোষী ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আর সরকার এখন যে পদক্ষেপ নিচ্ছে আমি সেই পদক্ষেপের ওপরে আশাবাদী। তবে আমরা এটাকে একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে দেখতে চাই। এখানে দুর্নীতি করার সুযোগ যাতে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। দুর্নীতিকারী যে পর্যায়েরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়