শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়েরিতে ১৮ বছর আগে লিখে রেখেছিলাম : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন উচ্ছ্বসিত হন না তিনি। তিনি ২০০ ওয়ানডে খেলে উইকেট নিয়েছে ২৫০-এর অধিক। তবে তিনি এসব পরিসংখ্যানকে গুরুত্ব না দিলে ক্যারিয়ার শেষে বিষয়টি হয়তো তৃপ্তি দেবে বলে মনে করেন মাশরাফি।বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘আমি আসলে একটু অন্যরকম। এমন পরিসংখ্যান তো ভালো লাগারই কথা৷ ক্যারিয়ার শেষে না, এখনই ভালো লাগার কথা। কিন্তু জানি না, আমি তা কেন পারি না৷ হয়তোবা খেলার মধ্যে আছি বলে৷ যখন খেলা ছেড়ে দেবো, তখন হয়তো এ ব্যাপারগুলো মাথার মধ্যে বেশি করে আসবে।’ পরিসংখ্যান মাথায় রেখেই ক্যারিয়ার শুরু করলেও ইনজুরির কারণে সেই পরিসংখ্যানে ধাক্কা খেয়ে হতাশ হয়েছিলেন।

পরিসংখ্যান মাথায় রেখে ক্যারিয়ার শুরু করেছিলেন জানিয়ে মাশরাফি বলেন, সত্যি যে, পরিসংখ্যান মাথায় রেখে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। যখন প্রথম টেস্টে চার উইকেট পাই, তখন স্বপ্ন হয়েছিল টেস্টে তিনশ’ উইকেট নেবোই। ওই দিনই দলের সঙ্গে সোনারগাঁ হোটেলে ফিরে ডায়েরিতে তা লিখে রেখেছিলাম, তারিখ-টারিখ দিয়ে৷ ওয়ানডেতে কোনো টার্গেট ছিল না, কিন্তু লক্ষ্য ছিল টেস্টে তিনশ’ উইকেট নেবো। তখন আমার বয়স ১৭-১৮ বছর (প্রায় ১৮ বছর আগে)৷ ছোটবেলার স্বপ্ন তৈরি হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে। তো ইনজুরির কারণে ওই টেস্টের স্বপ্নে যখন আঘাত লেগেছে, এরপর আর পরিসংখ্যান-টরিসংখ্যান নিয়ে চলি না।’

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘স্রেফ খেলি, উপভোগ করি আর বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করি৷ এই প্রতিনিধিত্ব করার চেয়ে বড় অর্জন আমার জীবনে আর কিছু নেই৷ এর চেয়ে বড় কিছু আসবে বলেও মনে করি না৷ প্রতি ম্যাচে নামি এই ভেবে যে, খেলার কোনো ক্ষেত্রে আমার যেন একটু অবদান থাকে৷’  এমটিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়