জিয়াউদ্দিন রাজু: আসন্ন উপজলো পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশনা মোতাবেক উপজলো পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তবে উপজলো ভাইস চেয়োরম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন প্রদান করবে না বোর্ড।
বিবৃিততে তিনি আরোও জানায়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পরামর্শ গ্রহণ পূর্বক জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ৪ জনের স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছে। সাথে অবশ্যই প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্ররণ করা বাধ্যতামূলক।