এস এম নূর মোহাম্মদ : যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল আলম আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির না হলে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের তলবে হাজির না হওয়ায় মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ নির্দেশ দেন।
মতিঝিল থানার ওসিকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে। এক গ্রাহকের রাখা এমটিডিআরের অর্থ (মাসিক মুনাফা নেওয়ার স্থায়ী সঞ্চয়) দিতে উচ্চ আদালতের নির্দেশ না মানায় শফিকুলকে তলব করা হয়েছিল।