শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে একডজন ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা, আটক ২

তরিকুল ইসলাম : শহরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও একই দলের জেলা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন চাকলাদারের বাড়িসহ অন্তত ছয়টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এক ডজন ককটেল বিস্ফোরণের ঘটনায় যশোরে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটকও করা হয়েছে বলে আমাদের নতুন সময়কে আজ (সোমবার) জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি অপূর্ব হাসান।

তিনি আরো জানান, ঘটনার পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িত অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে। আটককৃত দুই জন হলেন মেহবুব মেনসেল ও মেহেদী হাসান। মেহবুব মেনসেল সদর উপজেলা যুবলীগ নেতা এবং তিনি এমপি কাজী নাবিল আহম্মেদ অনুসারী হিসেবে পরিচিত। মামলা দুটির বাদী যথাক্রমে এসআই হাসান ও এস আই শামীম। আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কাজীপাড়া এলাকায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবন লক্ষ্য করে অজ্ঞাত দুবৃর্ত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয়। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু ও সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল দাবি করেছেন, ‘রাতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোরের বাসাতেই ছিলেন।

তবে, বিস্ফোরণে কারো কোনো ক্ষতি হয়নি।’ ওই রাতেই যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান লালের ষষ্ঠিতলার বাসভবন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খানের ঘোপ সেন্ট্রাল রোডের বাসভবনের ছাদ, শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর কাজীপাড়া কাঁঠালতলা এলাকার বাসভবন এবং শাহীন চাকলাদারের মালিকানাধীন শহরের গাড়িখানা রোডের অভিজাত হোটেল জাবের ইন্টারন্যাশনাল, চাকলাদার ফিলিং স্টেশন ইত্যাদি স্থানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়