শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেবে ইসি

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের নাম অনুসারে শিশুরা যাতে স্কুলে ভর্তি হতে পারে সেজন্য ১০ বছর বয়সী শিশুদের বিশেষ ধরনের জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ধরনের জাতীয় পরিচয়পত্র হবে অস্থায়ী। তবে এ ধরনের পরিচয়পত্রধারী কারো বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়া হবে। পরে তাদের স্মার্ট কার্ডও দেয়া হবে। এ কার্যক্রম চলতি বছর থেকেই শুরু করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নাম ও বয়স এনআইডিতে দেয়া নাম ও বয়সের সঙ্গে মিল থাকে না। এ বিষয়টি মাথায় রেখে এ পরিকল্পনা করছে ইসি।

জানা যায়, ১০ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে প্রতিটি স্কুলে যাবে ইসি। শিক্ষকদের মাধ্যমে ফরম পূরণ করা হবে। আর যেসব ছেলেমেয়েরা স্কুলে যায় না তাদের নিবন্ধন নির্দিষ্ট দিনে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে করানো হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন বলেন, চলতি বছরেই ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করে তাদেরকে অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অস্থায়ী কার্ডের পরিবর্তে তখন তাদেরকে স্মার্টকার্ড দেয়া হবে। এ কাজের জন্য আমাদের প্রস্তুতি আছে। দৈনিক জাগরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়