শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেবে ইসি

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের নাম অনুসারে শিশুরা যাতে স্কুলে ভর্তি হতে পারে সেজন্য ১০ বছর বয়সী শিশুদের বিশেষ ধরনের জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ধরনের জাতীয় পরিচয়পত্র হবে অস্থায়ী। তবে এ ধরনের পরিচয়পত্রধারী কারো বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়া হবে। পরে তাদের স্মার্ট কার্ডও দেয়া হবে। এ কার্যক্রম চলতি বছর থেকেই শুরু করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নাম ও বয়স এনআইডিতে দেয়া নাম ও বয়সের সঙ্গে মিল থাকে না। এ বিষয়টি মাথায় রেখে এ পরিকল্পনা করছে ইসি।

জানা যায়, ১০ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে প্রতিটি স্কুলে যাবে ইসি। শিক্ষকদের মাধ্যমে ফরম পূরণ করা হবে। আর যেসব ছেলেমেয়েরা স্কুলে যায় না তাদের নিবন্ধন নির্দিষ্ট দিনে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে করানো হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন বলেন, চলতি বছরেই ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করে তাদেরকে অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অস্থায়ী কার্ডের পরিবর্তে তখন তাদেরকে স্মার্টকার্ড দেয়া হবে। এ কাজের জন্য আমাদের প্রস্তুতি আছে। দৈনিক জাগরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়