শিরোনাম
◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেবে ইসি

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের নাম অনুসারে শিশুরা যাতে স্কুলে ভর্তি হতে পারে সেজন্য ১০ বছর বয়সী শিশুদের বিশেষ ধরনের জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ধরনের জাতীয় পরিচয়পত্র হবে অস্থায়ী। তবে এ ধরনের পরিচয়পত্রধারী কারো বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়া হবে। পরে তাদের স্মার্ট কার্ডও দেয়া হবে। এ কার্যক্রম চলতি বছর থেকেই শুরু করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নাম ও বয়স এনআইডিতে দেয়া নাম ও বয়সের সঙ্গে মিল থাকে না। এ বিষয়টি মাথায় রেখে এ পরিকল্পনা করছে ইসি।

জানা যায়, ১০ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে প্রতিটি স্কুলে যাবে ইসি। শিক্ষকদের মাধ্যমে ফরম পূরণ করা হবে। আর যেসব ছেলেমেয়েরা স্কুলে যায় না তাদের নিবন্ধন নির্দিষ্ট দিনে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে করানো হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন বলেন, চলতি বছরেই ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করে তাদেরকে অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অস্থায়ী কার্ডের পরিবর্তে তখন তাদেরকে স্মার্টকার্ড দেয়া হবে। এ কাজের জন্য আমাদের প্রস্তুতি আছে। দৈনিক জাগরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়