শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেবে ইসি

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের নাম অনুসারে শিশুরা যাতে স্কুলে ভর্তি হতে পারে সেজন্য ১০ বছর বয়সী শিশুদের বিশেষ ধরনের জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ধরনের জাতীয় পরিচয়পত্র হবে অস্থায়ী। তবে এ ধরনের পরিচয়পত্রধারী কারো বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়া হবে। পরে তাদের স্মার্ট কার্ডও দেয়া হবে। এ কার্যক্রম চলতি বছর থেকেই শুরু করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নাম ও বয়স এনআইডিতে দেয়া নাম ও বয়সের সঙ্গে মিল থাকে না। এ বিষয়টি মাথায় রেখে এ পরিকল্পনা করছে ইসি।

জানা যায়, ১০ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে প্রতিটি স্কুলে যাবে ইসি। শিক্ষকদের মাধ্যমে ফরম পূরণ করা হবে। আর যেসব ছেলেমেয়েরা স্কুলে যায় না তাদের নিবন্ধন নির্দিষ্ট দিনে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে করানো হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন বলেন, চলতি বছরেই ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করে তাদেরকে অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অস্থায়ী কার্ডের পরিবর্তে তখন তাদেরকে স্মার্টকার্ড দেয়া হবে। এ কাজের জন্য আমাদের প্রস্তুতি আছে। দৈনিক জাগরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়