শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেবে ইসি

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের নাম অনুসারে শিশুরা যাতে স্কুলে ভর্তি হতে পারে সেজন্য ১০ বছর বয়সী শিশুদের বিশেষ ধরনের জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ধরনের জাতীয় পরিচয়পত্র হবে অস্থায়ী। তবে এ ধরনের পরিচয়পত্রধারী কারো বয়স ১৮ হলেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেয়া হবে। পরে তাদের স্মার্ট কার্ডও দেয়া হবে। এ কার্যক্রম চলতি বছর থেকেই শুরু করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, অনেক সময় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নাম ও বয়স এনআইডিতে দেয়া নাম ও বয়সের সঙ্গে মিল থাকে না। এ বিষয়টি মাথায় রেখে এ পরিকল্পনা করছে ইসি।

জানা যায়, ১০ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দিতে প্রতিটি স্কুলে যাবে ইসি। শিক্ষকদের মাধ্যমে ফরম পূরণ করা হবে। আর যেসব ছেলেমেয়েরা স্কুলে যায় না তাদের নিবন্ধন নির্দিষ্ট দিনে উপজেলা/থানা নির্বাচন, ইউনিয়ন পরিষদ অফিসে করানো হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেসন্স) মো. আবদুল বাতেন বলেন, চলতি বছরেই ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের নিবন্ধন করে তাদেরকে অস্থায়ী লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে ইসির। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অস্থায়ী কার্ডের পরিবর্তে তখন তাদেরকে স্মার্টকার্ড দেয়া হবে। এ কাজের জন্য আমাদের প্রস্তুতি আছে। দৈনিক জাগরণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়