শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে শিগগির বিকল্প লেনদেন ব্যবস্থা চালু করছে ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে বহির্বিশ্বের অর্থনৈতিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা- এসপিভি শিগগিরই চালু হতে যাচ্ছে।মূলত, ইউরোপের সঙ্গে ডলার-বহির্ভূত লেনদেনের জন্য এই ব্যবস্থা চালু হবে; তবে এই ব্যবস্থা ব্যবহার করে ইরান সারাবিশ্বের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করতে পারবে।

 

লা দ্রিয়াঁ বুধবার ফরাসি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই এসপিভি চালু হয়ে যাবে।” তিনি আরো বলেন, ইরান যাতে তার রপ্তানিকৃত তেলের বিনিময়ে ইউরো সংগ্রহ করতে এবং একইসঙ্গে প্রধান তিন ইউরোপীয় শরীকের কাছ থেকে জরুরি পণ্য কিনতে পার সেজন্য এই ব্যবস্থা চালু করা হবে।

 

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।তবে আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এতে স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এবং চীন ও রাশিয়া পরমাণু সমঝোতায় অটল থাকার ঘোষণা দেয়। একইসঙ্গে এসব দেশ ইরানকেও পরমাণু সমঝোতা ত্যাগ না করার আহ্বান জানায়।

 

ইরান তাদের আহ্বানের জবাবে বলেছে, পরমাণু সমঝোতা থেকে পাওয়া সুবিধা ইউরোপীয় দেশগুলো নিশ্চিত করতে পারলে তেহরান এই সমঝোতায় অটল থাকবে।

 

২০১৮ সালের মাঝামাঝি সময়েই ইউরোপ বহির্বিশ্বের সঙ্গে ইরানের আর্থিক লেনদেনের জন্য 'স্পেশাল পারপাস ভেহিকেল' বা এসপিভি চালু করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। অবিলম্বে ওই ব্যবস্থা চালু না হলে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।পারসটুডে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়