শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানেল ধ্বংস করে নিজের পতন ঠেকাতে পারবে না ইসরাইল: নাসরুল্লাহ

লেবানন-ইসরাইল সীমান্তে কিছু গোপন টানেল আবিষ্কার ও তা ধ্বংস করার পর যে দাবি তেল আবিব করেছে তাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেছেন, ইসরাইল যদি ভেবে থাকে ভূগর্ভস্থ এসব টানেল বন্ধ করে দেয়ার ফলে এটি ভবিষ্যতে হিজবুল্লাহর আঘাত থেকে রক্ষা পাবে তাহলে তেল আবিব চরম ভুলের মধ্যে রয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইল অতি সম্প্রতি যেসব টানেল ধ্বংসের দাবি করেছে তার কোনো কোনোটি ১০ বছরেরও বেশি পুরনো।

হিজবুল্লাহ নেতা বলেন, ‘এত দেরিতে টানেল আবিষ্কারের ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে। এসব টানেলের অনেকগুলো ২০০৬ সালের যুদ্ধের সময় খোড়া হয়েছিল।’

লেবাননের প্রতিরোধ আন্দোলনের নেতা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের সময় হিজবুল্লাহ যেসব কৌশল অবলম্বন করবে তার অতি ক্ষুদ্র অংশ জুড়ে রয়েছে ভূগর্ভস্থ টানেল। টানেল বন্ধ করে দিয়ে ভবিষ্যতে হিজবুল্লাহর হামলা থেকে আত্মরক্ষা করা যাবে বলে তেল আবিব যে দাবি করছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়।

সাইয়্যেদ নাসরুল্লাহ ইসরাইলের গালিলি নামক এলাকার কথা উল্লেখ করে বলেন, “এটা কি কোনো যুক্তির ধোপে টেকে যে, হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা মাত্র চারটি টানেল দিয়ে গালিলিতে প্রবেশ করবে?” তিনি আরো বলেন, “আমি এখনো জানি না সম্ভাব্য যুদ্ধে আমরা গালিলিতে হামলার জন্য ভূমি, আকাশ, সাগর নাকি টানেল ব্যবহার করব।” পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়