শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানেল ধ্বংস করে নিজের পতন ঠেকাতে পারবে না ইসরাইল: নাসরুল্লাহ

লেবানন-ইসরাইল সীমান্তে কিছু গোপন টানেল আবিষ্কার ও তা ধ্বংস করার পর যে দাবি তেল আবিব করেছে তাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেছেন, ইসরাইল যদি ভেবে থাকে ভূগর্ভস্থ এসব টানেল বন্ধ করে দেয়ার ফলে এটি ভবিষ্যতে হিজবুল্লাহর আঘাত থেকে রক্ষা পাবে তাহলে তেল আবিব চরম ভুলের মধ্যে রয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইল অতি সম্প্রতি যেসব টানেল ধ্বংসের দাবি করেছে তার কোনো কোনোটি ১০ বছরেরও বেশি পুরনো।

হিজবুল্লাহ নেতা বলেন, ‘এত দেরিতে টানেল আবিষ্কারের ঘটনা আমাদেরকে বিস্মিত করেছে। এসব টানেলের অনেকগুলো ২০০৬ সালের যুদ্ধের সময় খোড়া হয়েছিল।’

লেবাননের প্রতিরোধ আন্দোলনের নেতা বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের সময় হিজবুল্লাহ যেসব কৌশল অবলম্বন করবে তার অতি ক্ষুদ্র অংশ জুড়ে রয়েছে ভূগর্ভস্থ টানেল। টানেল বন্ধ করে দিয়ে ভবিষ্যতে হিজবুল্লাহর হামলা থেকে আত্মরক্ষা করা যাবে বলে তেল আবিব যে দাবি করছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়।

সাইয়্যেদ নাসরুল্লাহ ইসরাইলের গালিলি নামক এলাকার কথা উল্লেখ করে বলেন, “এটা কি কোনো যুক্তির ধোপে টেকে যে, হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা মাত্র চারটি টানেল দিয়ে গালিলিতে প্রবেশ করবে?” তিনি আরো বলেন, “আমি এখনো জানি না সম্ভাব্য যুদ্ধে আমরা গালিলিতে হামলার জন্য ভূমি, আকাশ, সাগর নাকি টানেল ব্যবহার করব।” পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়