শিরোনাম
◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে পেসারদের প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে : ওয়ালশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালটা ব্যাটে-বলে দারুণ গেছে বাংলাদেশ দলের। তবে সদ্য উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। এই কারণে টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ কিছুটা আক্ষেপ করেছেন। তবে পেসাররা দারুণ পারফর্মেন্স করায় বেশ আনন্দিত তিনি। তাছাড়া, কিছু কিছু ক্ষেত্রে এখনও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী।

‘টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারলে খুবই ভালো হতো। তবে দল হিসেবে পুরো বছরটা বাংলাদেশের ভালো কেটেছে। পেসারদের জন্যও খুব একটা খারাপ ছিল না। বেশ কয়েকজন লক্ষণীয় উন্নতি করেছে। তবে এখনো উন্নতি করার অনেক ক্ষেত্র আছে।’

২০১৯ সালের ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন এই সফরে টাইগাররা তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। ২০ মার্চ শেষ হবে সিরিজটি। আসন্ন এই নিউজিল্যান্ড সফর টাইগারদের জন্য সহজ হবে না বলেই মনে করেন ওয়ালশ। তবে নিউজিল্যান্ড সফর টাইগার পেসারদের নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবেও দেখছেন তিনি।

‘নিউজিল্যান্ড সফর তাদের জন্য হবে কঠিন পরীক্ষার। একইসঙ্গে এটা একটা সুযোগও। এখানকার উইকেটে ওরা হয়তো সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পায়নি। তবে নিউজিল্যান্ডে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে পেসারদের সামনে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়