শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে পেসারদের প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে : ওয়ালশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালটা ব্যাটে-বলে দারুণ গেছে বাংলাদেশ দলের। তবে সদ্য উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। এই কারণে টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ কিছুটা আক্ষেপ করেছেন। তবে পেসাররা দারুণ পারফর্মেন্স করায় বেশ আনন্দিত তিনি। তাছাড়া, কিছু কিছু ক্ষেত্রে এখনও উন্নতির সুযোগ আছে বলে মনে করেন এই ক্যারিবিয়ান কিংবদন্তী।

‘টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারলে খুবই ভালো হতো। তবে দল হিসেবে পুরো বছরটা বাংলাদেশের ভালো কেটেছে। পেসারদের জন্যও খুব একটা খারাপ ছিল না। বেশ কয়েকজন লক্ষণীয় উন্নতি করেছে। তবে এখনো উন্নতি করার অনেক ক্ষেত্র আছে।’

২০১৯ সালের ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন এই সফরে টাইগাররা তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। ২০ মার্চ শেষ হবে সিরিজটি। আসন্ন এই নিউজিল্যান্ড সফর টাইগারদের জন্য সহজ হবে না বলেই মনে করেন ওয়ালশ। তবে নিউজিল্যান্ড সফর টাইগার পেসারদের নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবেও দেখছেন তিনি।

‘নিউজিল্যান্ড সফর তাদের জন্য হবে কঠিন পরীক্ষার। একইসঙ্গে এটা একটা সুযোগও। এখানকার উইকেটে ওরা হয়তো সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পায়নি। তবে নিউজিল্যান্ডে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে পেসারদের সামনে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়