শিরোনাম
◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য!

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় সরকার ক্ষমতায় থেকেই একটি ভালো নির্বাচন করা সম্ভব তা প্রমাণ হবে : ওয়ালিউর রহমান

খায়রুল আলম : সাবেক রাষ্ট্রদূত ও রাজনৈতিক বিশ্লেষক ওয়ালিউর রহমান বলেছেন, এবারের নির্বাচনটি এজন্য গুরুত্বপূর্ণ যে, আমরা দশ বছর আগে অর্থনৈতিকভাবে যে অবস্থানে ছিলাম বর্তমানে তার থেকে অনেক বেশি উন্নতি হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের বর্তমান সরকারকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।

এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, গত দশ বছরে আমাদের জিডিপি বেড়েছে, আমদানি-রপ্তানি বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, অর্থনৈতিকভাবে আমরা অনেক শক্তিশালী হয়েছি। কাজেই আমরা যে এগিয়ে যাচ্ছি আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে। দেশি-বিদেশি বিনিয়োগ বেড়েছে। সব মিলিয়ে আমরা একটি ভালো সময় পার করছি। এ নির্বাচনে আমরা জনগণের সাহায্য নিয়ে  প্রমাণ করতে চাই যে, জনগণও আমাদের সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আগামী পাঁচ বছরও উন্নয়নমূলক কাজ করতে পারবে।  এর সাথে সাথে এবার আমরা দেখেছি সব রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করছে। এর একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ। তিনি প্রতিটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন, সবাইকে এক করেছেন। এ দিক থেকেও এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৪৮ বছর পরে, সুন্দর সুষ্ঠুভাবে, কোনো রকম পরিবর্তন ছাড়া, তত্ত্বাবোধায়াক সরকার ছাড়া, একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে। আমরা তত্ত্বাবোধায়ক সরকারকে বিশ্বাস করি না। দলীয় সরকার ক্ষমতায় থেকেই একটি সুষ্ঠু ভালো নির্বাচন করা সম্ভব তা প্রমাণ হবে। প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের নির্বাচনও সেভাবে হবে। ইউরোপিয় ইউনিয়ন, ভারত, আমেরিকা, মালয়েশিয়া, জাপান, দক্ষণি কোরিয়ায় সরকার ক্ষমতায় থেকেই নির্বাচন করে। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিছু ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ সেটি হতে দেবে না। জনগণ উন্নতির পক্ষে যাবে। যে সরকার দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে তার পক্ষে যাবে। যারা বিদেশে টাকা প্রাচার করে বিদেশে বসবাস করছে তাদের পক্ষে যাবে না। যে সরকারের কারণে পৃথিবীতে বাংলাদেশকে উন্নতির রোল মডেল বলা হয় তার পক্ষে যাবে। বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন বলছে আমরা উন্নতির রোল মডেল। কাজেই শত বাধা থাকলেও আমরা নির্বাচন করবো এবং জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করা আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে বলে আমি আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়