শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তিবিহীন ব্রেক্সিট হলে খাদ্যাভাস পাল্টাতে হবে ব্রিটিশদের !

লিহান লিমা: চুক্তিবিহীন ব্রেক্সিট হলে ইউরোপিয় ইউনিয়ন থেকে খাদ্য আমদানি ঝুঁকির মুখে পড়তে পারে। এই প্রেক্ষিতে নাগরিকদের তাদের খাদ্যাভাস পরিবর্তনে প্র¯‘ত থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার। শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসের সঙ্গে কোন ধরনের চুক্তি ছাড়া বেরিয়ে যাওয়ার পর খাদ্য সরবরাহ প্রক্রিয়া কেমন হবে সেটি নিয়ে পরিকল্পনা শুরু করেছে লন্ডন। প্রতিবেদনে বলা হয়, যদি ইইউর বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপিত হয়ে যায় তবে সীমান্তেই আটকা পড়ে যাবে স্পেন থেকে আসা ফলমূল ও নেদারল্যান্ড থেকে আসা শাক-সবজি।

প্রতিবেদনে আরো বলা হয়, কর্তৃপক্ষ মনে করছেন না খাদ্য ঘাটতি দেখা যাবে। সীমান্ত চেকের কারণে সরবরাহ বিলম্বিত হতে পারে। কিছু কিছু কোম্পানি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে ভাবতে শুরু করেছে। জিজি এবং আজুরির মতো ব্র্যান্ডগুলো জানায়, চুক্তিবিহীন ব্রেক্সিট ব্রিটেনের খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। ব্রিটেনের অন্যতমো প্রিমিয়ার ফুড, ক্রোন এবং লন্ডন ফোর্টনোম এবং ম্যাসোন জানায়, সীমান্তে খাদ্য বিলম্বিত হওয়ার আশঙ্কায় ইতোমধ্যেই কিছু খাদ্য মজুদ করছে তারা।

১৪ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়