শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তিবিহীন ব্রেক্সিট হলে খাদ্যাভাস পাল্টাতে হবে ব্রিটিশদের !

লিহান লিমা: চুক্তিবিহীন ব্রেক্সিট হলে ইউরোপিয় ইউনিয়ন থেকে খাদ্য আমদানি ঝুঁকির মুখে পড়তে পারে। এই প্রেক্ষিতে নাগরিকদের তাদের খাদ্যাভাস পরিবর্তনে প্র¯‘ত থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার। শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসের সঙ্গে কোন ধরনের চুক্তি ছাড়া বেরিয়ে যাওয়ার পর খাদ্য সরবরাহ প্রক্রিয়া কেমন হবে সেটি নিয়ে পরিকল্পনা শুরু করেছে লন্ডন। প্রতিবেদনে বলা হয়, যদি ইইউর বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপিত হয়ে যায় তবে সীমান্তেই আটকা পড়ে যাবে স্পেন থেকে আসা ফলমূল ও নেদারল্যান্ড থেকে আসা শাক-সবজি।

প্রতিবেদনে আরো বলা হয়, কর্তৃপক্ষ মনে করছেন না খাদ্য ঘাটতি দেখা যাবে। সীমান্ত চেকের কারণে সরবরাহ বিলম্বিত হতে পারে। কিছু কিছু কোম্পানি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে ভাবতে শুরু করেছে। জিজি এবং আজুরির মতো ব্র্যান্ডগুলো জানায়, চুক্তিবিহীন ব্রেক্সিট ব্রিটেনের খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। ব্রিটেনের অন্যতমো প্রিমিয়ার ফুড, ক্রোন এবং লন্ডন ফোর্টনোম এবং ম্যাসোন জানায়, সীমান্তে খাদ্য বিলম্বিত হওয়ার আশঙ্কায় ইতোমধ্যেই কিছু খাদ্য মজুদ করছে তারা।

১৪ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়