শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকায় বসে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সাত্তার আজাদ, সিলেট: ঘড়ির কাটায় বেলা ২টা ১২ মিনিট। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য। প্রতীকী নৌকায় বসে আছেন আওয়ামী দলীয় প্রধান শেখ হাসিনা। মূর্হমূহ স্লোগানে প্রকম্পিত হচ্ছিল সভাস্থল। বিকাল ৪টার ৩ মিনিটে ডায়াসের সামনে এসে দাঁড়ালেন প্রধান অতিথি সভার মধ্যমণি তিন বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার আদলে তৈরি মে বক্তব্য শুরু করলেন, ভোট চাইলনে দলীয় প্রতীক নৌকার পক্ষে। গতকাল শনিবার এভাবে নির্বাচনী প্রচারণায় দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানালেন তিনি।

হালকা গোলাপী রংয়ের একটি শাড়ী পরে সাদামাটা স্বদেশী নারীর মত সিলেটে আসলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রীকে একনজর দেখতে মানুষের ঢল নেমেছিল সিলেটের আলিয়ামাদ্রাসা মাঠে। ডায়াসে দাঁড়ানোর পরপর উল্লাসে ফেটে পড়ে সভাস্থল। দলীয় প্রতীকের আদলে তৈরি মে নৌকার কান্ডারী শেখ হাসিনা তুলে ধরেন তাঁর টানা দশ ও আগের পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি। এসময় সভাস্থলের বিশাল কর্মীবাহিনী ও হাজার হাজার মানুষ হাত উঁচিয়ে শেখ হাসিনাকে সমর্থন জানান।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সাধারণ যাত্রীদের সঙ্গে নিজ খরচে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সিলেটে এসে প্রথমে তিনি হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন। এরপর বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি।

তার সফরসঙ্গী হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন শেখ হাসিনা। এরপর বিকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যান।
নির্বাচনের মাত্র একসপ্তাহ আগে শেখ হাসিনার সিলেট আগমন উচ্ছ্বসিত করেছে দলের নেতাকর্মীদের। দলীয় প্রধানকে কাছে পেয়ে প্রাণচা ল্য ফিরে আসে দলের কর্মী-সমর্থকদের মাঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়