শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকায় বসে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সাত্তার আজাদ, সিলেট: ঘড়ির কাটায় বেলা ২টা ১২ মিনিট। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য। প্রতীকী নৌকায় বসে আছেন আওয়ামী দলীয় প্রধান শেখ হাসিনা। মূর্হমূহ স্লোগানে প্রকম্পিত হচ্ছিল সভাস্থল। বিকাল ৪টার ৩ মিনিটে ডায়াসের সামনে এসে দাঁড়ালেন প্রধান অতিথি সভার মধ্যমণি তিন বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার আদলে তৈরি মে বক্তব্য শুরু করলেন, ভোট চাইলনে দলীয় প্রতীক নৌকার পক্ষে। গতকাল শনিবার এভাবে নির্বাচনী প্রচারণায় দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানালেন তিনি।

হালকা গোলাপী রংয়ের একটি শাড়ী পরে সাদামাটা স্বদেশী নারীর মত সিলেটে আসলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রীকে একনজর দেখতে মানুষের ঢল নেমেছিল সিলেটের আলিয়ামাদ্রাসা মাঠে। ডায়াসে দাঁড়ানোর পরপর উল্লাসে ফেটে পড়ে সভাস্থল। দলীয় প্রতীকের আদলে তৈরি মে নৌকার কান্ডারী শেখ হাসিনা তুলে ধরেন তাঁর টানা দশ ও আগের পাঁচ বছরের উন্নয়নের ফিরিস্তি। এসময় সভাস্থলের বিশাল কর্মীবাহিনী ও হাজার হাজার মানুষ হাত উঁচিয়ে শেখ হাসিনাকে সমর্থন জানান।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সাধারণ যাত্রীদের সঙ্গে নিজ খরচে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সিলেটে এসে প্রথমে তিনি হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন। এরপর বেলা ২টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি।

তার সফরসঙ্গী হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন শেখ হাসিনা। এরপর বিকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যান।
নির্বাচনের মাত্র একসপ্তাহ আগে শেখ হাসিনার সিলেট আগমন উচ্ছ্বসিত করেছে দলের নেতাকর্মীদের। দলীয় প্রধানকে কাছে পেয়ে প্রাণচা ল্য ফিরে আসে দলের কর্মী-সমর্থকদের মাঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়