শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগদান সেরে ফেললেন চিত্রনায়িকা তানিয়া আক্তার দিপালী

আবু সুফিয়ান রতন : ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সিয়াম বিয়ে করেছেন সম্প্রতি। বিয়ের ঘোষণা দিয়েছেন শবনম ফারিয়া। এবার ঘোষণা না দিয়েই বাগদান সেরে ফেললেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া আক্তার দিপালী। তার বর পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ান।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতে জায়েদ-দিপালীর বাগদান সম্পন্ন হয়। এ ছাড়াও এখানে উপস্থিত ছিলেন রোমানা নীড়, বিপাশা কবির, জয় চৌধুরী, শ্রাবণ খান, সময়, সংগীতশিল্পী শফিক তুহিন, কিশোর, পূজাসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

আগামী এপ্রিলে জায়েদ-দিপালীর বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান দিপালী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হুট করেই বাগদান হয়ে গেল। পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হচ্ছে। আগামী এপ্রিলে বিয়ের তারিখ নির্ধারণ করা হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

সম্প্রতি জায়েদ রেজওয়ান ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এতে দিপালীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার রণবীর। এছাড়া জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ সিনেমাটি শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে দিপালী ‘ব্ল্যাক মেইল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় জগতে রাখেন। এরপর ‘বাজে ছেলে : দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কাজ করেন তিনি। এছাড়া ‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘ইট কাঁচের খাঁচা’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’ নামের ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন দিপালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়