শিরোনাম
◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল?

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগদান সেরে ফেললেন চিত্রনায়িকা তানিয়া আক্তার দিপালী

আবু সুফিয়ান রতন : ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সিয়াম বিয়ে করেছেন সম্প্রতি। বিয়ের ঘোষণা দিয়েছেন শবনম ফারিয়া। এবার ঘোষণা না দিয়েই বাগদান সেরে ফেললেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিয়া আক্তার দিপালী। তার বর পরিচালক ও প্রযোজক জায়েদ রেজওয়ান।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতে জায়েদ-দিপালীর বাগদান সম্পন্ন হয়। এ ছাড়াও এখানে উপস্থিত ছিলেন রোমানা নীড়, বিপাশা কবির, জয় চৌধুরী, শ্রাবণ খান, সময়, সংগীতশিল্পী শফিক তুহিন, কিশোর, পূজাসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

আগামী এপ্রিলে জায়েদ-দিপালীর বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানান দিপালী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হুট করেই বাগদান হয়ে গেল। পরিবারের পছন্দেই আমাদের বিয়ে হচ্ছে। আগামী এপ্রিলে বিয়ের তারিখ নির্ধারণ করা হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

সম্প্রতি জায়েদ রেজওয়ান ‘আঘাত’ নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এতে দিপালীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার রণবীর। এছাড়া জায়েদ রেজওয়ান পরিচালিত ‘মৃত্যুপুরী’ সিনেমাটি শুটিং শেষে এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে দিপালী ‘ব্ল্যাক মেইল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় জগতে রাখেন। এরপর ‘বাজে ছেলে : দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় কাজ করেন তিনি। এছাড়া ‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘ইট কাঁচের খাঁচা’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’ নামের ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন দিপালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়