শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের সামনে কঠিন লড়াই

আহমেদ জাফর : আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকার পর তৃতীয় মেয়াদে সরকার গঠনে আশাবাদী হলেও দলটির বেশ কয়েকজন নেতাকে নিজ এলাকায় শক্ত প্রতিন্ধ¦দ্ধীতার মুখে পড়তে হচ্ছে। ভোটের আগে বিশ্লেষণ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এ কথা বলে জানা গেছে।

সংশ্লিষ্টসূত্রে মতে, আওয়ামী লীগের দলের হেভিওয়েট কিছু প্রার্থীদের কিছুটা ঝুঁকির মধ্যে আছে। তবে বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনার দিকে চেয়ে ভোটাররা নৌকায় ভোট দিলে সেই সমস্যা কেটে যাবে বলে আশা করছেন। ‘হেভিওয়েট’ প্রার্থীদের মধ্যে যারা কঠিন লড়ায়ের অপেক্ষায়

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদর নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) এ তার প্রধান প্রতিন্ধদ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মওদুদ আহমদ। এই আসনটিতে দুজনই পালাক্রমে জয়ী হয়ে আসছেন। তবে কাদের এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এলাকায় আমি যা দেখেছি অভ‚তপ‚র্ব, এমন জনস্রোত আমি ২০০৮ সালেও দেখিনি।”

ঝালকাঠি-২ (সদর) নৌকা প্রতীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিএনপির জীবা আমিন ধানের শীষ প্রতীকে তার প্রধান প্রতিন্ধদ্বী। পরিসংখ্যান বলছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ভোটের লড়াইয়ে বরাবরই পিছিয়ে। সেই সঙ্গে এবার তার গলার কাঁটা হয়ে দাড়িয়েছেন জাতীয় পার্টির একজন প্রার্থী। ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর তার বিভিন্ন রকম সমস্যা বঙ্গবন্ধুর এলাকায় তার আত্মীয় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। যদিও ২০০৮ সালে তার স্ত্রী নিলুফার জাফরও জয়ী হয়েছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের প্রতিন্ধদ্ধী প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বন্দি হওয়ার পর ফখরুল তার পরিচিতে হাটঘাট বেধে বসেছে। তাই স্থানীয়রা মনে করেন রমেশ চন্দের জয়টা বেশ কঠিন হবে।

চাঁদপুর-১ আওয়ামী লীগের প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরের জন্য লাঙ্গল গলার কাঁটা হয়ে দেখা দিতে পারে। ধানের শীষ প্রার্থী নতুন মুখ মোশাররফ হোসেন। স্থানীয়দের অভিমত আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভই বড় কারণ। ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার জন্য বড় চ্যালেঞ্জ এই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হকের জয় পেতেও কাঠখড় পোহাতে হবে কারণ তার পুরনো প্রতিন্ধদ্বী ধানের শীর্ষের সৈয়দ আবদুল্লাহ তাহের। পাশাপাশি জাতীয় পার্টির খায়ের আহম্মেদ ভূঁইয়া লাঙ্গল প্রতীকে লড়ছেন। চাঁদপুর-৩ নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। ধানের শীষ নিয়ে প্রতিন্ধদ্ধীতা প্রার্থী ঐক্যফ্রন্টের শেখ ফরিদ আহমেদ মানিক।

নরসিংদী-১ নজরুল ইসলাম হীরু,ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুলাহ আল ইসলাম জ্যাকব। মাগুরা-২ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার শক্তশালী প্রতিন্ধদ্ধী বিএনপির নিতাই রায় চৌধুরীর। জয়পুরহাট-২ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। তবে এসব আসনের বিএনপির র্প্রাথীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আর দুর্বলতা বা ভোট কমার শঙ্ক জাতীয় পার্টির প্রার্থীর কারণে।
তবে আওয়ামী লীগের নেতার্কমীরা আশাবাদী, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আওয়ামী লীগের প্রার্থীরদের সব দুর্বলতা কাটিয়ে দিবে। “সাধারণ মানুষ শেখ হাসিনাকে হারাতে চায় না আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায়।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়