মো.ইউসুফ আলী বাচ্চু: ঢাকা-৬ আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ বলেছেন, ড.কামালরা লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কি বুঝাতে চাইছেন? জনসমর্থন থাকলে এবং খেলতে জানলে রৌদ্দদের মধ্যেও খেলা যায়, আবার বৃষ্টির মধ্যেও খেলা যায়। স্বাধীনতার পর এবারই সর্ব্বোচ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। শুধুমাত্র জনবিচ্ছিন্ন জামায়াতের আশ্রয়দাতা ঐক্যফ্রন্টই উল্টা-পাল্টা কথা বলছেন।
শুক্রবার দিনব্যাপী ৪৩নং ওয়ার্ডের লালকুঠি, ফরাজগঞ্জ, শ্যামবাজার, প্যারিদাস রোড, নর্থ ব্রুক হল রোড ও বাংলাবাজারে গণসংযোগ, প্রচার মিছিল এবং বেশ কয়েকটি পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সকালে রায়েরসাবাজারে একটি বিরাট পথসভায় বক্তব্য রাখেন তিনি। দুপুরে শিংটোলা পঞ্চায়েত কমিটির সাথে মতবিনিময় করেন। ৩টার সময় লালকুঠিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। বিকালে তিনি শ্যামবাজার, বাংলাবাজার ও ফরাশগঞ্জে ৬টি পথসভায় বক্তব্য রাখেন। এদিকে দুপুরে কাজী ফিরোজের সহধর্মিণী সুলতানা রশিদ স্থানীয় মহিলালীগের নেতাকর্মীদের নিয়ে টিকাটুলীতে গণসংযোগ করেন। এসময় তার ছেলে কাজী সোয়েব রশিদসহ স্থানীয় আওয়ামী লীগ, জাপা, যুবলীগ, যুবসংহতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী গণসংযোগ ও প্রচার মিছিলে আওয়ামী লীগ ও জাপানেতাদের উপস্থিত ছিলেন হেদায়াতুল ইসলাম স্বপন, আলমগীর সিকদার লোটন, স্থানীয় কাউন্সিলর আরিফ হোসেন ছোটন, আবু সাঈদ, গাজী আবু সাঈদ, হাজী ফারুক, আইয়ুব আলী খান প্রমুখ।