শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-এসবির সমন্বয়ে গুজব মনিটরিং সেল গঠন

যায়যায়দিন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে গুজব প্রতিরোধে আট সদস্যবিশিষ্ট উচ্চ ক্ষমতাশালী একটি পযের্বক্ষণ টিম গঠন করেছে নিবার্চন কমিশন (ইসি)। বুধবার এক অফিস আদেশে এই টিম গঠনের কথা জানানো হয়েছে।

কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, এখন থেকে ২৪ ঘণ্টা এই টিম ফেসবুকসহ যেকোনো মাধ্যমে নিবার্চনকেন্দ্রিক গুজব রোধে কাজ করবে। এ ছাড়া অপপ্রচারও খতিয়ে দেখবে তারা।

নিবার্চন কমিশনের জারি করা মনিটরিং সেল-সংক্রান্ত আদেশে জানানো হয়েছে, সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। অন্য সদস্যের মধ্যে থাকবেন পুলিশ হেডকোয়াটার্র, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র‌্যাব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল

টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) একজন করে প্রতিনিধি এবং নিবার্চন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

আদেশে এই সেলের তিনটি কাযার্বলী উল্লেখ করে বলা হয়েছে, নিবার্চন-সংশ্লিষ্ট গুজব, প্রোপাগাÐা, যা নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করেÑ এমন কাযর্ক্রম বন্ধের লক্ষ্যে ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে সেল। এই সেল একটি যিধঃংধধঢ় গ্রæপ তৈরি করে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন কমর্কাÐকে মনিটরিং করার জন্য পারস্পরিক যোগাযোগ করবে, মনিটরিংয়ে নিবার্চনবিরোধী কোনো গুজব কিংবা অপপ্রচার প্রমাণিত হলে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিদের্শনার জন্য নিবার্চন কমিশনকে অবহিত করবে এই সেল।

নিবার্চন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষতির অফিস আদেশটি ইতোমধ্যে মহাপুলিশ পরিদশর্ক, অতিরিক্ত মহাপুলিশ পরিদশর্ক (স্পেশাল ব্রাঞ্চ), র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়