শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনও কাজে ফিরেনি গাজীপুরের পোশাক শ্রমিকরা

স্বপ্না চক্রবর্তী : মালিক ও শ্রমিক নেতাদের আহ্বান উপেক্ষা করে ন্যূনতম মজুরি সংক্রান্ত বিভ্রান্তিতে এখনও কাজে ফিরেনি গাজীপুরের ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ওই সব কারখানায় বন্ধ আছে উৎপাদন। তারা কোনো ধরণের সহিংসতায় অংশ না নিলেও কর্মবিরতি পালন করছে বলে জানিয়েছেন মালিকরা। ফলে ক্রেতাদের চাহিদামতো পণ্য সরবরাহ করতে পারছে না কারখানাগুলো।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনে সভাপতি সিরাজুল ইসলাম রনি জানান, নতুন করে কোনো ঝামেলা না হলেও গাজীপুরের কাশিমপুর থেকে কোনাবাড়ি পর্যন্ত যতগুলো কারখানা রয়েছে সবগুলো কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। আমরা তাদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করছি। তাদেরকে বলেছি সরকার ঘোষিত গেজেট অনুসারেই বেতন-ভাতা দেওয়া হবে। তাই নির্বাচনকে সামনে রেখে যেনো কোনো ধরণের সহিংসতায় না যায়। আশা করছি আজকের মধ্যেই সবাই কাজে ফিরে যাবে।

তবে এত বড় খাতের মধ্যে এই কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বেতন-ভাতা সরকার নির্ধারিত গেজেট অনুসারেই দেওয়া হবে। তাই আপনারা কোনো সংঘাতে না গিয়ে উৎপাদন কাজে মনোযোগ দিন। উৎপাদন বাড়লে আপনাদের বেতন আপনা আপনিই বাড়তে থাকবে। আপনাদের আন্দোলন করে নিতে হবে না।

বিজিএমইএ এর দাবি, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির গেজেট গত মাসে প্রকাশিত হওয়ার পর মালিকপক্ষ এই মজুরি দিতে রাজি হলেও একটি মহলের উসকানিতে শ্রমিকরা কর্মবিরতিসহ আন্দোলন বিক্ষোভে জড়িয়ে পরে। এতে করে উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি অনেক বিদেশি ক্রেতা চলে যায় বাংলাদেশ থেকে। শ্রমিকদের কাজে ফিরিয়ে নিতে শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ ও শ্রমিক নেতারা একযোগে কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়