শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ ও বিএনপিকে বাদ দিয়ে জামায়াত এখন মেইন প্লেয়ার : রিয়াজ উদ্দিন আহমেদ

অপু খান : সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত যতদিন থাকবে এই সংগঠন বিষফোঁড়ার মতো আমাদের রাজনীতিতে থাকবে। এটা আইন করে বন্ধ করে দিলে জামায়াতও বেঁচে গেলো, এই দেশের মানুষ ও বেঁচে গেলো, রাজনীতিও বেঁচে যাবে। শনিবার রাতে ডিবিসি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কেন বৈধ দল হিসেবে দেশে কাজ করছে এটাও তো আমি বুঝতে পারছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন বলেছে। আর ব্যক্তি যারা করেছে তাদের তো বিচার হয়েছে। সংগঠনের বিচার হয় না কেন? জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে কিন্তু তাদের দল হিসেবে তো বাতিল হয়নি। তাদের রাজনীতি নিষিদ্ধ হয়নি। জামায়াতেরই তো ডিমান্ড করা উচিত জামায়াতে ইসলাম থাকা উচিত নয়। তারা কাজ করতে পারছে না জামায়াতের নামের জন্য। তবে স্বাধীনতার পরে যাদের জন্ম হয়েছে তারা নতুন ভাবে চিন্তা করতে পারে।

তিনি আরও বলেন, জামায়াতের কারণে রাজনীতি নষ্ট হচ্ছে, রাজনীতি অন্যদিকে চলে যাচ্ছে। আপনি এটাকে ফেলেও দিচ্ছেন না আবার এটাকে গ্রহণও করছেন না। তাহলে এটাকে রাখছেন কেন? রাখার প্রয়োজনটা কি। আবার দেখেন জামায়াতের যে নমিনেশন পেপার তাদের কিন্তু একটিও বাতিল হয়নি। বিএনপি বা অন্যান্য দলের বাতিল হয়ে গেছে। ভ’তটা সর্ষের ভিতরে। জামায়াতকে এতো গুরুত্ব দেয়া হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে জামায়াত এখন মেইন প্লেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়