রাশিদ রিয়াজ : প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের সমর্থনে অন্তত ৫ জন নারী এক অভিনব প্রতিবাদে অংশ নেন। তাদের পরনে পোশাক থাকলেও তা ছিল বুকখোলা। তারা পুলিশের সামনে নিরব প্রতিবাদের অংশ হিসেবে অন্তত আধঘন্টা দাঁড়িয়ে থাকেন। এসময় পুলিশও নিরব দাঁড়িয়ে থাকে। শনিবার এধরনের অভিনব প্রতিবাদ বিশ^ মিডিয়ার নজর কাড়ে।
প্রতিবাদে অংশ নেয়া পাঁচ নারী লাল রংয়ের হুড সম্বলিত জ্যাকেট পরিহিত থাকলেও তাদের বুক ছিল খোলা। তাদের চাহনি ছিল সম্পূণ্য নির্বাক। কোনো স্লোগন ছাড়া নিরব নিথর হয়ে তারা পুলিশের সামনে দাঁড়িয়ে থাকেন। তবে এরা নগ্নবক্ষা প্রতিবাদি সংগঠন ফিমেনের সদস্যা নন। লুক্সেমবার্গ পারফরমেন্স আর্টিস্ট গ্রুপ দেবোরাহ ডি রেবর্টিস’এর সদস্য তারা। দি লোকাল