শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল থেকে সেনাবাহিনী দিন, হেরে গেলেও মেনে নেবো: জাফরুল্লাহ 

সাব্বির আহমেদ : গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী চৌধুরী বলেছেন, কাল থেকেই সেনাবাহিনীকে রাস্তায় টহল করতে দিন। তাদের কিছু করার দরকার নাই। গ্রেপ্তার করারও দরকার নাই। তাইলে নির্বাচনে হেরে গেলেও ঐক্যফ্রন্ট মেনে নেবে।

আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন সরকারের সমর্থনে শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক জনসভায় ডা. জাফরুল্লাহ এ কথা বলেন। টঙ্গীতে সালাহ উদ্দিন সরকারের বাড়ির প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণ চাইলে এক মিনিটে সরকার উড়িয়ে দিতে পারে। প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস নেই, তাই নির্বাচনে আসার ৫দিনের মাথায় ভয় পেয়ে গেছেন। নানা জায়গায় লোক লাগিয়ে রেখেছেন। খালেদা জিয়া ন্যায়বিচার পেয়ে বেরিয়ে আসবেন।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, অবৈধ আওয়ামী সরকার ভোটে বিশ্বাস করে না। আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী দুঃশাসন মুক্ত করার দিন। ৩০ তারিখ আনন্দের দিন। এই সরকারের পতন হবেই।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

শনিবার দুপুরে ঢাকার উত্তরা থেকে ময়মনসিংহ অভিমুখে যাত্রা করেছে ঐক্যফ্রন্ট। এই যাত্রাপথে সাতটি স্থানে জনসভা করবেন ফ্রন্টের নেতারা। এরই অংশ হিসেবে টঙ্গীতে জনসভাটির আয়োজন করা হয়। তবে পূর্বনির্ধারিত জায়গায় অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়